সূর্য যেন হিটার

89

তাপ ছড়ানো সূর্য যেন
একটা বড় হিটার,
গরম নিয়ে তার কারবার
ব্যস্ত রাখে মিটার।

শীতের কালে সূর্য যেন
আলসে হয়ে থাকে,
ঘুম ভাঙ্গে না ঢাকির এত
ধুম ধুমা ধুম ঢাকে।

আমার ঘরে যেমন গরম
তারচে’ গরম পথেই,
যতই ভাবি ঠান্ডা হবে
হয় না কোনো মতেই।

বৃষ্টি হলে এই সূর্যটা
আরও ভীষণ রাগবে,
মাটিকে সে কড়াই করে
বৃষ্টির পিছে লাগবে।

মা বলেছে,‘সূর্য ভীষণ
উপকারী’ জানো?
তার পেছনে লাগতে গেলে
মলবে নাকি কানও।

এখন আমি কোথায় যাবো?
কার কাছে দেই নালিশ,
ও সূর্য তুই ঘুমাতে যা
লাগবে কি তোর বালিশ?