সূফিবাদের মূল দর্শন শান্তি অন্যের অধিকার ও বিশ্বাসে সম্মান থাকতে হবে

12

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, সূফিবাদ আমাদের সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখছে। সারা বিশ্বে শান্তি ছড়িয়ে দিচ্ছে। এ ক্ষেত্রে মাইজভান্ডার দরবার শরীফ ব্যাপক অবদান রাখছে। সূফিবাদ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে একত্রিত করে বিশ্বে শান্তির সমাজ গড়ে তুলছে। আমরা শান্তিতে বিশ্বাস করি। আমাদের অন্যের অধিকার, বিশ্বাসকে সম্মান করতে হবে। শান্তি প্রতিষ্ঠা না হলে উন্নয়ন টেকসই হবে না। একে অপরকে সম্মান করতে হবে। সবাই এক সাথে মিলে মিশে বসবাস করতে হবে।
‘এ বার্থ অব প্রফেট (দ.) এ বার্থ অব নেশন’ শীর্ষক আন্তর্জাতিক শান্তি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আন্তর্জাতিক সূফী ঐক্য সংহতি (সূফীজ) গত বুধবার রাজধানীর হোটেল র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে এই সম্মেলনের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সূফীজের চেয়ারম্যান শাহ্সূফী সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল্-মাইজভান্ডারী।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন ও ভারতের আজমীর শরীফের বর্তমান সাজ্জাদানশীন আল্লামা সালমান চিশতী। সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন আন্তর্জাতিক শান্তি সম্মেলনের আহব্বায়ক শাহ্জাদা সাইয়্যিদ মাশুক-এ-মইনুদ্দীন আল্-হাসানী। এতে অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বীর বিক্রম, আমেরিকান বাংলাদেশ ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. আতাউর রহমান মিয়াজি, গ্লোবাল ইউনিভার্সিটির অধ্যাপক ড. আনিসুজ্জামান, নোয়াখালী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. ওয়াহিদুজ্জামান, তুরস্কের দারুল ইসলাম কলেজের ডীন শায়খ ড. সৈয়দ মোহাম্মদ ই এল হোসাইনী, মরক্কোর ওয়াজদা কমিশন ইউনিভার্সিটির প্রফেসর শায়খ ড. মো. লাকদার দারফুফি, ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব সূফীজমের উপদেষ্টা ড. শায়খ আহমদ তিজানি বিন ওমর, ইরানিয়ান অ্যাম্বাসেডর ড. আফরোজ, ভারতের ইসলামিক স্কলার শায়খ মো. সাখাওয়াত হোসাইন বারাকাতী, প্রফেসর ড. রফিকুল আলম। বিজ্ঞপ্তি