সুনামগঞ্জে বানভাসী মানুষের পাশে চট্টগ্রামের তরুণরা

2

 

সচেতন তরুণ প্রজন্মের সার্বিক ব্যবস্থাপনায় চট্টগ্রামের ৬০০ পরিবারের জন্য ত্রাণ সহায়তা নিয়ে গতকাল সন্ধ্যায় সুনামগঞ্জে পৌঁছেছে চট্টগ্রামের একঝাঁক তরুণ। সচেতন তরুণ প্রজন্মের প্রধান সমন্বয়ক ম. মাহমদুর রহমান শাওনের নেতৃত্বে সাথে আছেন তরুণ সংগঠক জাহিদ তানসির, ইফতেখার উদ্দিন জাবেদ, এম এইচ স্বপন, খন্দকার হালিম। এই ত্রাণ কার্যক্রমে সহযোগিতা করছে তারুণ্যের অগ্রযাত্রা (বিরলী, ফেনী) ও হেলথ বিডি ফাউন্ডেশন। তাহিরপুর উপজেলার ৬০০ জনের বেশি ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণ সহায়তা দেয়া হচ্ছে। চট্টগ্রামের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের দেয়া অনুদানের ভিত্তিতে সচেতন তরুণ সমাজ, চট্টগ্রামের সভাপতি ম. মাহমুদুর রহমান শাওনের উদ্যোগে এই ত্রাণ কার্যক্রমে প্রতিটি পরিবারকে ৫ কেজি চাল, ৩ কেজি আলু, এক কেজি মশুর ডাল, এক কেজি পেঁয়াজ, এক লিটার সয়াবিন তেল, ৫০০ গ্রাম লবণ, পরিবারের দুইটি সন্তানের জন্য নতুন পোষাক, নারীদের জন্য স্যানিটারী ন্যাপকিন প্রদান করা হবে। বিজ্ঞপ্তি