সুদানের সদস্যপদ স্থগিত করলো আফ্রিকান ইউনিয়ন

8

 

সুদানে সামরিক অভ্যুত্থানের ঘটনায় দেশটির সদস্যপদ স্থগিত করেছে আফ্রিকান ইউনিয়ন। সংস্থাটি জানিয়েছে, সুদানে নির্বাচনকেন্দ্রিক একটি অন্তর্র্বতীকালীন কর্তৃপক্ষ পুনঃপ্রতিষ্ঠার আগ পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। সোমবার সেনাবাহিনী ক্ষমতা দখলের পরপরই সংকট উত্তরণে সুদানের সামরিক ও বেসামরিক প্রতিনিধিদের অবিলম্বে সংলাপে বসার তাগিদ দিয়েছিল আফ্রিকান ইউনিয়ন। এর দুই দিনের মাথায় বুধবার দেশটির সদস্যপদ বাতিলের ঘোষণা দেয় সংস্থাটি। সুদানকে আগের অবস্থানে ফেরাতে আঞ্চলিক সহযোগী দেশগুলোকে এক হয়ে কাজ করার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বোরেল।
অভ্যুত্থানের পরপরই সুদানে ৭০০ মিলিয়ন ডলারের সহায়তা স্থগিতের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে অবিলম্বে বেসামরিক সরকার পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। এদিকে সুদানের অভ্যুত্থানের নেতা জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান বলেছেন, গৃহযুদ্ধ এড়াতেই সেনাবাহিনী ক্ষমতা দখল করেছে।