সাতকানিয়ায় ইউপি সদস্যের নেতৃত্বে জায়গা দখলের চেষ্টা

20

সাতকানিয়া প্রতিনিধি

চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে বহিরাগত লোকজন নিয়ে আওয়ামী লীগ নেতার জায়গা দখল করতে গিয়ে জনতার ধাওয়া খেয়ে পালিয়ে রক্ষা পেয়েছে এক ইউপি সদস্য। তার নাম নেয়াজুর রহমান। তিনি ঐ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সদস্য ও উপজেলা বিএনপির নেতা। উপজেলার ঢেমশা ইউনিয়নের উত্তর ঢেমশা এলাকায় বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। জানা যায়, ঢেমশা ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মাষ্টার ইয়াকুব মিয়া ও সহ-সভাপতি নুরুল আমিনের পারিবারিক জায়গাতে দীর্ঘ ১৩ বছর আগে থেকে দোকান নির্মাণ করে সেখানে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান চলমান রয়েছে। এর মধ্যে গত বুধবার থেকে সেখানে বাউন্ডারির ভেতরে একটি নলকূপ স্থাপনের কাজ শুরু করলে বৃহস্পতিবার বিকালে একদল উঠতি বয়সের তরুণ এসে কাজ বন্ধ করে দেয়। পরে রাত আনুমানিক ১টার সময় ইউপি সদস্য নেয়াজুর রহমানের নেতৃত্বে একদল লোক হাতে লাঠিসোটা নিয়ে নলকূপ স্থাপনের কাজে বাঁধা দিয়ে জায়গাটি দখলে নেয়ার চেষ্টা করে। পরে খবর পেয়ে জায়গার মালিকরা ঘটনাস্থলে এসে জায়গা দখলে নিতে আসা সন্ত্রাসীদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। ঢেমশা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি নুরুল আমিন বলেন, আমাদের পারিবারিক জায়গাতে দীর্ঘ এক যুগ আগে থেকে বাউন্ডারী ওয়াল ও দোকান নির্মাণ করে দীর্ঘ দিন থেকে ভোগ দখলে আছি। এলাকার মেম্বার বিএনপি কর্মী নেয়াজুর রহমান বহিরাগত লোকজন নিয়ে গভীর রাতে জায়গাটি দখল নিতে আসে। আমাদের প্রতিরোধের কারনে শেষমেষ পালিয়ে যেতে বাধ্য হয়।