সরকার সমবায় সমিতির প্রতি যথেষ্ট আন্তরিক

1

সীতাকুন্ড প্রতিনিধি

“বঙ্গবন্ধুর দর্শণ, সমবায়ে উন্নয়ন” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আগামী ৬ নভেম্বর সারাদেশে ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত হবে। এরই ধারাবাহিকতায় গত ২৫ অক্টোবর সীতাকুন্ড উপজেলা হলরুমে এক প্রস্ততি সভা সম্পন্ন হয়েছে। উপজেলা সমবায় কর্মকর্তা এমএ শহিদ ভূঞার সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন। তিনি বলেন, দশে মিলে করি কাজ, হারি জিতে নাহি লাছ, একমাত্র সঠিক মনিটরিংয়ের মাধ্যমে সমবায় সমিতি পারে একটা লোককে অনেক উপরে নিয়ে যেতে। আর বর্তমান সরকার এই সমবায় সমিতির প্রতি যথেষ্ট আন্তরিক। উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক মো. বদরুজ্জামান ভূঁইয়া পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন সীতাকুন্ড প্রেস ক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, প্রজীপ বিআরডিবি উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. আবুল হাসান ও সাংবাদিক জাহেদুল আনোয়ার চৌধুরী। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রতন বিহারি সেন, ইউপি সদস্য মো. বদরুজ্জামান, পৌর কাউন্সিলর আনোয়ার হোসেন, মো. আবুল বশর, সবুজকর, অমর বাবু, তপন বাবু, রেহেনা বেগম, মো. কে এম শহিদুল্লা প্রমুখ।