সরকারের উদারতাকে বিএনপি জামায়াত দুর্বলতা মনে করছে

9

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, গণতান্ত্রিক দেশে সকল দল ও সংগঠনের স্বাধীন মত প্রকাশের অধিকার রয়েছে। তাই সরকার সকল দলের প্রতি সহমর্মী। কিন্তু আন্দোলনের নামে বিএনপি জামায়াত বর্তমানে দেশব্যাপী সন্ত্রাস, হামলা ও নৈরাজ্য সৃষ্টি করে অরাজক পরিস্থিতি তৈরির চক্রান্ত করছে। তাদের এই পরিকল্পিত নৈরাজ্যে সরকার এখনো নমনীয়ভাব প্রদর্শন করে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উদারতার পরিচয় দিয়ে তাদেরকে চায়ের দাওয়াতও দিয়েছেন। সম্প্রীতি-সৌহার্দ্যরে ভিতর দিয়ে রাজনীতি করার আমন্ত্রণ জানিয়েছেন। কিন্তু তারাতাদের সন্ত্রাসী কার্যক্রম চালিয়েই যাচ্ছেন। দেশব্যাপী বিএনপি জামায়াতের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে গত ৪ সেপ্টেম্বর আমিন জুট মিল দক্ষিণ গেইট শহীদ মিনার চত্বরে আমিন শিল্পাঞ্চল আওয়ামী লীগ, শ্রমিকলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ৪৩নং সাংগঠনিক ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. রুহুল আমিন মুন্সির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আবদুল মালেকের সঞ্চালনায় প্রতিবাদ সভায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্য নির্বাহি সদস্য মহব্বত আলী খান, বায়েজিদ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল নবী লেদু, আবদুল লতিফ, নুর আলম, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. জামাল আহমেদ, মো. আবদুল মোতালেব, মো. কামাল, ডা. মমতাজ, মো. এনাম, সংশ্লিষ্ট ইউনিট আওয়ামী লীগ নেতা মামুনুর রশিদ প্রমুখ।