সম্পর্ক ছিন্নের ৪ বছর পর কাতার সফরে সৌদি যুবরাজ

9

 

সৌদি আরবের ডি ফ্যাক্টো শাসক এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমান কাতার সফর করেছেন। উপসাগর সফরের অংশ হিসেবে বুধবার (৮ ডিসেম্বর) কাতার পৌঁছান তিনি। চার বছর আগে দুই দেশ সম্পর্ক ছিন্নের পর কাতারে এটাই সৌদি যুবরাজের প্রথম সফর।
২০১৭ সালের জুনে সন্ত্রাসবাদে অর্থায়নের অভিযোগ এনে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন। তবে এই অভিযোগ বরাবরই অস্বীকার করেছে দোহা। তবে এই বছরের জানুয়ারিতে সৌদি আরবের মরু শহর আল উলায় এক সম্মেলনের মধ্য দিয়ে ওই সম্পর্ক পুনর্বহাল করা হয়। সৌদি বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, যুবরাজ মোহাম্মদ বিনকে স্বাগত জানান কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি। তাদের মধ্যে বৈঠকও অনুষ্ঠিত হয়।
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের কাতার সফরের পর দেশটিতে সফরে গেছেন সৌদি যুবরাজ। গত কয়েক বছরে আঙ্কারা ও দোহার মধ্যে অর্থনৈতিক ও রাজনৈতিক সহযোগিতা বেড়েছে। সৌদি আরবের নেতৃত্বে কাতার বয়কট চলার সময় দোহাকে ব্যাপক সমর্থন যুগিয়েছে তুরস্ক।