সমুদ্র দূষণের দায়ে ৫৩৪ হোটেলকে নোটিশ

65

নিজস্ব প্রতিবেদক

পর্যটকদের আবাসন সুবিধা দিতে কক্সবাজার বিচ এলাকায় গড়ে উঠেছে পাঁচ শতাধিক হোটেল। এসব হোটেলে স্বাস্থসম্মত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা না থাকায় মানববর্জ্যগুলো পুকুর-নালা-খাল হয়ে সমুদ্রে পতিত হচ্ছে। এতে সমুদ্র আশঙ্কাজনকভাবে দূষিত হচ্ছে বলে দাবি পরিবেশ অধিদপ্তরের। তাই ইটিপি ও পরিবেশ ছাড়পত্র ছাড়া ব্যবসা পরিচালনা করায় কক্সবাজারের ৫৩৪টি হোটেল কর্তৃপক্ষকে শুনানিতে উপস্থিত হওয়ার নোটিশ দিয়েছে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চল কার্যালয়। গতকাল দুইটি শুনানি শেষে কক্সবাজার বিচের কলাতলি মোড়ের হোটেল সি পার্ক ও লেগুনা বিচ রিসোর্ট নামের আবাসিক হোটেল দুইটিকে ৫০ হাজার করে মোট ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। একইসাথে ইটিপি স্থাপনের নির্দেশ প্রদান করা হয়েছে।
গতকাল পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চল কার্যালয়ের পরিচালক মুফিদুল আলমের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়। তিনি পূর্বদেশকে বলেন, পর্যটন শহরে কোটি কোটি টাকা ব্যয় করে মানুষ হোটেল গড়ছে। ব্যবসা করছে। কিন্তু কোনো মানববর্জ্য ব্যবস্থাপনার কোনো ইটিপি নেই। বিচকে দূষণমূক্ত রাখতে এ অভিযান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানান মুফিদুল আলম।