সফট্ওয়্যার টেকনোলজি পার্ক নির্মাণকাজ পরিদর্শনে সিটি মেয়র

27

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন গত বৃহস্পতিবার সকালে আগ্রাবাদস্থ সিটি কর্পোরেশনের সিঙ্গাপুর ব্যাংকক মার্কেট আধুনিকায়ন এবং ৬-১১ তলা পর্যন্ত চট্টগ্রাম সফট্ওয়্যার টেকনোলজি পার্কের চলমান নির্মাণ কাজ পরিদর্শন করেন।
সিটি কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে ২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ১ম থেকে ৫ তলা পর্যন্ত মার্কেটের আধুনিকায়ন এবং বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ কর্তৃক বিশ্বব্যাংকের অর্থায়নে ৩০ কোটি টাকা ব্যয়ে সিঙ্গাপুর ব্যাংকক মার্কেটের ৬-১১ তলা পর্যন্ত চট্টগ্রাম সফট্ওয়্যার টেকনোলজি পার্ক নির্মাণ কাজ চলছে। মার্কেটের ৫ম তলায় নির্মিতব্য ফুড কোড, কিডস্ জোন, সিনেপ্লেক্স ইত্যাদি কাজ প্রায় শেষ পর্যায়ে এবং ১ম থেকে ৪র্থ তলা পর্যন্ত আধুনিকায়ন কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হবে বলে সংশ্লিষ্ঠ ঠিকাদার সিটি মেয়রকে অবহিত করেন। এ সময় চসিক প্রধান প্রকৌশলী লে. কর্ণেল সোহেল আহমদ, প্রকৌশলী সেলিম রেজা, বর্তমান সভাপতি আলহাজ্ব রফিক মিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান চৌধুরী, ত্রিমাত্রিক প্রকৌশলী মোঃ সাহেদ ইকবাল, আতিকুর রহমান সুমন, হাইটেক পার্কের প্রকৌশলী মোবারকসহ মার্কেটের ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর দক্ষিণ আগ্রাবাদ নির্মাণাধীন বহুতল ভবন এবং সিডিএ ২৩ নং রোডের উন্নয়ন কাজ পরিদর্শন করেন। বিজ্ঞপ্তি