সন্দ্বীপ মেতেছে ফুটবল বিশ্বকাপ উন্মাদনায়, এমপি মিতা ব্রাজিল সমর্থক 

7

সন্দ্বীপ প্রতিনিধি:
ক্রীড়াঙ্গনে বিশ্বে সবচেয়ে জনপ্রিয় আসর ফুটবল বিশ্বকাপ।   স্বাভাবিক নিয়মে ৪ বছর পরে গত ২০ নভেম্বর থেকে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২২ এর পর্দা উঠে। পুরো বাংলাদেশের ন্যায় সন্দ্বীপ ব্যাপী ফুটবল প্রেমিরা মেতেছে নানা আয়োজনে। পছন্দের দলের খেলার দিন করা হচ্ছে হরেকরকমের আয়োজন। স্বাভাবিক ভাবেই ব্রাজিল আর্জেন্টিনার সমর্থক বেশি এই দ্বীপে। স্থানীয় ভাবে জরিপ করে দেখা গেছে এখানে ব্রাজিল এবং আর্জেন্টিনার সমর্থক বেশি। সন্দ্বীপ উপজেলা থেকে নির্বাচিত সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা ব্রাজিল এর ভক্ত। প্রিয় দলের সমর্থন প্রকাশে তিনি তার বাড়ির সামনে ব্রাজিলের পতাকা দিয়ে একটি গেইট নির্মাণ করেছেন। সন্দ্বীপের বিভিন্ন স্থানে পতাকা, ব্যানার, গেইট দিয়ে সাজিয়ে রেখেছে ভক্তরা। একের পর এক ব্রাজিল এবং আর্জেন্টিনার সমর্থকদের মিলন মেলায় মেতে আছে সন্দ্বীপ। ব্রাজিল সমর্থকদের মতে এইবারের কাপ জিতবে ব্রাজিল, আর আর্জেন্টিনার সমর্থকদের মতে তাদের দলই এইবার কাপ জিতবে। এমনই নানা তর্কে বিতর্কে মেতে আছে গ্রামের প্রতিটি চায়ের দোকান। এদিকে প্রিয় দলের জার্সি কিনতে ভীড় জমাতে দেখা গেছে দোকান গুলোতে। কিন্তু সমর্থকদের আক্ষেপ ভালো মানের জার্সি পাচ্ছে না তারা।  ব্যবসায়ীরা জানান, পুরো বাংলাদেশে জার্সির চাহিদানুসারে বাজারে জার্সির সাপ্লাই কম আসছে। এবং ভালো মানের জার্সিরও দাম বৃদ্ধি পেয়েছে।