সন্দ্বীপে সিলিন্ডার গোডাউনে জরিমানা, গোডাউন সরিয়ে ফেলার নির্দেশনা

15

সন্দ্বীপ প্রতিনিধি: 
চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভার ৫নং ওয়ার্ডে নিয়ম-নীতি উপেক্ষা করে বসতবাড়ির ভেতর ফায়ার লাইসেন্স ও গ্যাসপূর্ণ সিলিন্ডার লাইসেন্স ছাড়াই গড়ে তোলা হয়েছে এলপিজি (তরলিকৃত পেট্রোলিয়াম গ্যাস) সিলিন্ডারের গোডাউন। ফলে বিস্ফোরণ ঝুঁকিসহ অগ্নি দুর্ঘটনা শঙ্কায় রয়েছে অর্ধশতাধিক পরিবার। অগ্নি দুর্ঘটনা ঝুঁকি এড়াতে গ্যাস সিলিন্ডারের গোডাউন অন্যত্র স্থানান্তরের দাবি জানিয়েছিলো এলাকার বাসিন্দারা। অভিযোগ পেয়ে ১১মে বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খিসা’র নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। পেট্রোলিয়াম আইন ২০১৬তে গোডাউনের মালিক আবু তাহের সওদাগরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, সন্দ্বীপ উপজেলা ফায়ার সার্ভিস এর স্টেশন কর্মকর্তা কিরিটি রঞ্চন বড়ুয়া এবং পুলিশ ফোর্স। লাইসেন্সের বিষয়ে জানতে চাইলে সন্দ্বীপ উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কিরিটি রঞ্জন বড়ুয়া বলেন, ‘নাজিরহাটে আবু তাহেরের একটি দোকানের ফায়ার লাইসেন্স আছে। কিন্তু বসতবাড়ির ভেতর গোডাউনের বিষয়টি তিনি আমাদের কাছে গোপন করেছেন। তাকে এলপিজি সিলিন্ডারের গোডাউন করার জন্য কোন ফায়ার লাইসেন্স দেওয়া হয়নি। আমাদের লাইসেন্স ছাড়া বিষ্ফোরক অধিদপ্তর থেকেও কোন লাইসেন্স পাওয়া সম্ভব নয়।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খিসা বলেন, অভিযোগ পেয়ে আমরা অভিযান পরিচালনা করে পেট্রোলিয়াম আইনে দশ হাজার টাকা জরিমানা করেছি। যেহেতু গোডাউনটির আশেপাশে বেশকিছু বসতবাড়ি রয়েছে। তাই গোডাউনটি সরানোর নির্দেশনা প্রদান করেছি। বিষ্ফোরক আইন ১৮৮৪ এর অধীনে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বিধিমালা ২০০৪ এর ৬৯ ধারা অনুযায়ী, লাইসেন্স ছাড়া অনধিক ১০টি গ্যাসপূর্ণ সিলিন্ডার মজুদ করা যাবে না এবং লোকসমাগম হয় এমন স্থানের ১০০ মিটারের মধ্যে এলপিজি মজুদের স্থাপনা করা যাবে না উল্লেখ থাকলেও সরেজমিনে সন্দ্বীপ পৌরসভার ৫ নং ওয়ার্ডের আসাদ উল্ল্যা বেপারীর বাড়িতে গিয়ে দেখা যায়, বসতবাড়ির ভেতরেই গড়ে তোলা হয়েছে এপিজি সিলিন্ডারের লাইসেন্সবিহীন গোডাউন। গোডাউনের ভেতর শতাধিক গ্যাসভর্তি সিলিন্ডার। বিধিমালার ৭০ ধারা অনুযায়ী এসব সিলিন্ডার মজুদ করার ক্ষেত্রে যথেষ্ট পরিমানে অগ্নিনির্বাপক যন্ত্রপাতি এবং আগুন নিয়ন্ত্রক সরঞ্জাম মজুত রাখার নিয়ম থাকলেও গোডাউনের ভেতরে নেই অগ্নি নির্বাপনের পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা।