সন্দ্বীপে জমে উঠেছে ভ্রাম্যমাণ বইমেলা 

31

সন্দ্বীপ প্রতিনিধি:
সন্দ্বীপে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভোরের পাখি সাহিত্য মেলা ও বইচিন্তার সমন্বিত আয়োজনে মাসব্যাপি ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন করা হয়। ১ ফেব্রুয়ারি বুধবার সরকারি হাজী আবদুল বাতেন কলেজ চত্বরে উদ্বোধন হওয়া বইমেলাটি সন্দ্বীপের ৫টি কলেজ ও ২৮টি স্কুলে ঘুরবে। ইতিমধ্যে, ভ্রাম্যমাণ বইমেলাটি মুছাপুর বদিউজ্জামান হাই স্কুল, সন্দ্বীপ বীচ ও মগধরা স্কুল এন্ড কলেজে ঘুরে শিশু-কিশোরদের বই পড়তে উদ্বুদ্ধ করে। এরই ধারাবাহিকতায় ৭ ফেব্রুয়ারি মঙ্গলবার ৫ম দিনে সন্দ্বীপ আনন্দ পাঠশালায় ভ্রাম্যমাণ বইমেলা অনুষ্ঠিত হয়। দেখা গেছে, শিক্ষার্থীদের উপছে পড়া ভিড়। ছোট্ট সোনামণিদের মাঝেও দেখা গেছে দারুণ আগ্রহ। মা-বাবা’কে ডেকে নিয়ে বায়না করেছে বই কিনে দিতে। পঞ্চম শ্রেণিতে পড়ুয়া ভাই ও বোন তারা একাই কিনেছে ৮টি বই। তারা বলে, আমরা সব সময় বই কিনি। বই পড়তে খুব ভালো লাগে। বই পড়ে অনেক কিছু জানা যায়। 
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহাদাত হোসাইন বলেন, ‘বইমেলা মানুষকে বইমুখী করতে অনুপ্রেরণা জোগাবে। তাই এ ধরনের বইমেলা শিক্ষা প্রতিষ্ঠান সহ উল্লেখযোগ্য স্থানে প্রতিমাসে আয়োজন করা উচিত।’ ৭ম দিনের ভ্রাম্যমাণ এই বই মেলায় উপস্থিত ছিলেন- কবি ও প্রাবন্ধিক মোস্তফা হায়দার, সন্দ্বীপ প্রেস ক্লাব সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক সাইফ রাব্বী, ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ওমর ফয়সাল, উপজেলা আওয়ামীলীগের সদস্য আবদুল কাদের, ভোরের পাখি সাহিত্য মেলার সভাপতি ইসমাইল হোসেন মনি, সাধারণ সম্পাদক  সাজিদ মোহন, সংস্কৃতিকর্মী শাহীদুল ইসলাম বাবু, সঞ্জিব চন্দ্র রায়, মাঈন উদ্দিন আল আকাশ, লেখক ও সমাজকর্মী বখতিয়ার হোসেন, কবি সেফায়েত উল্ল্যা শাহী, সমাজকর্মী ইয়াছিন আরাফাত, বই বিষয়ক সংগঠন বইচিন্তা টিমের- মাহামুদুল ইসলাম, আবদুর রহমান ইমন, আবদুর রহিম মিনহাজ, ইয়াসিন আরাফাত, সাখাওয়াত হোসেন শুভ, সাব্বির মাহমুদ, তন্ময় সাহা, তাসকিন হাসান, ওমর ফারুক, আবদুল করিম আলো, রাহুল প্রমুখ। সন্দ্বীপ ভ্রাম্যমাণ বই মেলায় পাওয়া যাচ্ছে সন্দ্বীপের প্রবীণ এবং তরুণ লেখকদের বই সহ দেশি-বিদেশি বিভিন্ন লেখকের বই। বিক্রি হচ্ছে নবী-রাসুলের জীবনি , বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, শেখ রাসেল,  ভ্রমণকাহিনী, সায়েন্স ফিকশান, ভূতের গল্প, রুপকথার গল্প, প্রেমের গল্প, অনুপ্রেরণা মূলক, কবিতা, খেলাধূলা সহ নানা ধরনের বই। আয়োজকদের সাথে কথা হলে তারা জানান, বই মেলায় দিন দিন বইয়ের চাহিদা বাড়ছে। বই বিক্রি হচ্ছে ধারণারও বাহিরে। বই বিষয়ক সংগঠন বইচিন্তা’র সমন্বয়ক নজরুল নাঈম বলেন, ‘সন্দ্বীপে প্রথমবারের মতো ব্যতিক্রমী আয়োজন ভ্রাম্যমাণ বইমেলা । এছাড়াও আমরা শিক্ষার্থীসহ সমাজের প্রতিটি স্তরের মানুষকে জ্ঞানের আলোয় উজ্জীবিত করে সমাজে ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে কাজ করে যাচ্ছি।’ আয়োজক ভোরের পাখি সাহিত্য মেলা’র সাধারণ সম্পাদক সাজিদ মোহন বলেন, ভ্রাম্যমাণ বই মেলা পুরো সন্দ্বীপে সাড়া জাগিয়েছে। প্রতিনিয়ত বই বিক্রি বাড়ছে। বই মেলাটি সন্দ্বীপের ইতিহাসে মাইল ফলক হয়ে থাকবে। বই মেলা শুরুর পর থেকে গোটা সন্দ্বীপব্যাপি মানুষের আগ্রহ দেখা গেছে। সন্দ্বীপ প্রেস ক্লাব সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক সাইফ রাব্বী বলেন, এমন উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার। এটি সন্দ্বীপের ইতিহাসে প্রথম বই মেলা। এমন উদ্যোগ নিয়মিত হলে কিশোর-কিশোরীরা বিপথে না গিয়ে  সুন্দরের পথ বেঁচে নিবে।