সন্দ্বীপে গভীর রাতে অবৈধ মাটি কাটা অভিযানে এসিল্যান্ড 

43

সন্দ্বীপ প্রতিনিধি:
চট্টগ্রামের সন্দ্বীপে অবৈধ মাটি কাটা চলছে প্রতি রাতেই। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত চলে এই মাটি কাটার কাজ। তারই ধারাবাহিকতায় রহমতপুর থেকে অবৈধ মাটি কাটা চলছিলো। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১২টায় সহকারী কমিশনার(ভূমি)মোঃ মঈন উদ্দিন অভিযান পরিচালনা করেন। মুছাপুর ১নং ওয়ার্ডে একটি মাটি ভর্তি ট্রাক ও ড্রাইভারকে আটক করে দেড় লক্ষ টাকা এবং অনাদায়ে ১বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। ম্যাজিস্ট্রেটকে দেওয়া বক্তব্যে আটক ট্রাক ড্রাইভার বলেন, রহমতপুর বেড়িবাঁধ থেকে মাটি নিয়ে যাচ্ছি কমপ্লেক্স গল্লিতে। আর এই মাটি বিক্রি করেছে পারভেজ। রহমতপুর ৩নং ওয়ার্ড বাসিন্দা আবুল খায়েরের ছেলে মোঃ পারভেজ। এই মাটি সিন্ডিকেটের সাথে অনেকেই জড়িত থাকার কথাও উঠে এসেছে বলে জানান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মঈন উদ্দিন। তিনি বলেন, গভীর রাতে খবর পেয়ে রহমতপুর বেড়িবাঁধে অভিযান পরিচালনা করি। আমি তথ্য পেলে সব সময় মাঠে অভিযান করে থাকি। রাত ১২টায় জানতে পারি রহমতপুর বেড়িবাঁধ থেকে অবৈধভাবে মাটি কাটা হচ্ছে, সাথে সাথে একাই মোটরসাইকেল নিয়ে বেরিয়ে গেছি। রাস্তায় ৪টা মাটি ভর্তি ট্রাক পেলেও ৩টি ট্রাক পালিয়েছে বাকী ১টি মাটি ভর্তি ট্রাক আটক করে দেড় লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেছি এবং এক বছর অনাদায়ে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মাটি বিক্রির জন্যে পারভেজের বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। উল্লেখ্য, অবৈধ মাটি বিক্রেতা পারভেজকে গত ২০শে নভেম্বর ২০২২ইং সরকারি খাস জমি থেকে মাটি কাটার দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারায় ৫০,০০০/- অর্থদণ্ড দিয়েছিলেন ভ্রাম্যমাণ আদালত। কিন্তু জরিমানা দিয়ে আবারও শুরু করেছেন সরকারি খাস জমি থেকে মাটি কেটে বিক্রি করা।