সন্দ্বীপে উপকারভোগীদের মাঝে হাত ধোয়ার উপকরণ বিতরণ

45

সাধারন মানুষের হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে রিকল-২০২১ স›দ্বীপে ১৬০ জন উপকারভোগীর মাঝে হাত ধোয়ার উপকরণ বিতরণ করেছে। সোমবার সকালে এসডিআই আঞ্চলিক প্রশিক্ষন কেন্দ্রে প্রকল্প সমন্বয়কারী অতুল কৃষ্ণ মজুমদারের সভাপতিত্বে উপকরণ বিতরণ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্লাড ডোনারস ফোরামের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি কামরুল হাসান, আহসান জামিল ট্যাকনিকেল সেন্টারের ব্যবস্থাপক মো. নাছির উদ্দিন, এসডিআই লজিষ্টিক অফিসার সাহাবুদ্দিন আহম্মেদ, এফএফ. বাদল রায় স্বাধীন, ইসমাঈল ফরিদ প্রমুখ। উপকরণ বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, সাধারণত ৩টি কাজের আগে ও ৩টি কাজের পরে সাবান দিয়ে হাত ধোয়ার ফলে মানুষের ৩০% রোগ প্রতিরোধ হয়। যেমন রান্নার আগে হাত ধোয়া, পরিবেশনের আগে হাত ধোয়া, নিজে বা শিশুকে খাওয়ানোর আগে হাতধোয়া, আর টয়লেট থেকে আসার পর এবং ময়লা আবর্জনা পরিষ্কারের পর সাবান দিয়ে হাত ধোয়া। এসব কাজ সম্পন্ন করতে এসডিআই’র প্রদত্ত উপকরণসম‚হ বিশেষ উপকারে আসবে বলে তারা মতামত ব্যক্ত করেন।