সন্দ্বীপে আন্তঃ হারামিয়া প্রাথমিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

16

সন্দ্বীপ প্রতিনিধি: 
মানসিক মেধা বিকাশে লেখাপড়ার পাশাপাশি শিশুদের ক্রীড়া- সাংস্কৃতিক চর্চার প্রয়োজনীয়তা রয়েছে। সন্দ্বীপে আন্তঃ হারামিয়া ইউনিয়ন প্রাথমিক স্কুল ক্রীড়া- সাংস্কৃতিক প্রতিযোগীতায় পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীসা একথা বলেন। বুধবার বিকালে হারামিয়া ইউনিয়ন পরিষদ মাঠে ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগীতা শেষে চেয়ারম্যান মোঃ জসীম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মিশন,সহকারী উপজেলা শিক্ষা অফিসার আবদুল ওয়াহাব,সন্দ্বীপ প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ রহিম উল্যা। পরে উপস্থিত অতিথিবৃন্দরা হারামিয়া ইউনিয়নের ৮টি স্কুলের মাঝে অনুষ্ঠিত ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এর আগে ইউএনও সম্রাট খীসা ও ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মিশন হারামিয়া ইউনিয়ন পরিষদ ভবনে দোতলায় পরিষদের বঙ্গবন্ধু বুক কর্ণার উদ্বোধন করেন।