সন্ত্রাসের-দখলদারিত্বের বিরুদ্ধে ছাত্র ইউনিয়নের পদযাত্রা

30

ছাত্র ইউনিয়ন, চট্টগ্রাম জেলা সংসদ আয়োজিত সন্ত্রাস ও দখলদারিত্বের বিরুদ্ধে পদযাত্রা গত ১৬ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে। পদযাত্রাটি নগরীর নিউমার্কেট থেকে শুরু হয়ে প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়। এর আগে সংগঠনের চট্টগ্রাম জেলা সভাপতি এ্যানি সেনের সভাপতিত্বে সংক্ষিপ্ত পথসভায় উপস্থিত ছিলেন জেলার সাংগঠনিক সম্পাদক ইমরান চৌধুরী, কোতোয়ালি থানার সাধারণ সম্পাদক টিকলু দে, ডবলমুরিং সংসদের সভাপতি শাহরিয়ার রাফি, হালিশহরের আহব্বায়ক নিশান রায়, মহসিন কলেজের শিক্ষার্থী আকিব আব্দুল্লাহ, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইফুর রহমান খান প্রমুখ। সভা সঞ্চালনা করেন জেলা সাধারণ সম্পাদক শোভন দাশ।
বক্তারা বলেন, আবরার, জোবায়ের, আবু বকর, হাফিজুর, বিশ্বজিৎ, সাদ, তাপস, দিয়াজ, আফসানা এ রকম অসংখ্য প্রাণ আমাদের মাঝখান থেকে হারিয়ে গিয়েছে। স্বাধীনতার পর থেকেই শিক্ষাঙ্গন থেকে প্রায় দুইশত শিক্ষার্থীর জীবন ঝড়ে গিয়েছে। গত এক দশকেই ক্যাম্পাসে হয়েছে অন্তত দুই ডজন খুন। প্রায় প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে রয়েছে এক বা একাধিক খুনের ঘটনা। বিগত সময়ে ছাত্রদল-শিবির ক্যাম্পাস গুলোতে সন্ত্রাস, নির্যাতনের যে ধারা শুরু করেছে, এ সময়ে এসে ছাত্রলীগও সেই ধারাবাহিকতা বজায় রেখেছে। বিশ্ববিদ্যালয়ের হলে হলে রয়েছে টর্চার সেল। টর্চার সেল গুলোতে শিক্ষার্থীদের নির্যাতন ও ভয় দেখিয়ে ভিন্নময় দমনের এক দখলদারি সংস্কৃতি চালু করেছে বিভিন্ন সময়ের সরকারদলীয় ছাত্র সংগঠন সমূহ। ভিন্নমত দমনে খুনের পথ ধরতেও দ্বিধা করেনি তারা। ক্যাম্পাসগুলোতে নির্বাচিত ছাত্র সংসদ না থাকা এবং বিচারহীনতার সংস্কৃতি চালু হওয়ায় পরিস্থিতি আরো ভয়াবহরূপ ধারণ করছে। অবিলম্বে সকল ছাত্র হত্যার বিচার ও দখলদারিত্ব মুক্ত শিক্ষাঙ্গন নিশ্চিত করতে হবে। নয়তো গন প্রতিরোধের মাধ্যমের জবাব দেয়া হবে। বিজ্ঞপ্তি