সন্ত্রাসী যে হোক, কোন ছাড় দেওয়া হবে না

10

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানে সেনা রিজিয়নের উদ্যোগে হেডম্যান সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অডিটরিয়ামে জেলার বিভিন্ন মৌজার হেডম্যান ও কারবারীদের নিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান সেনা রিজিয়নের ৬৯ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. জিয়াউল হক। অন্যদের মধ্যে বান্দরবান বোমাং সার্কেল চিফ উ চ প্রæ চৌধুরীসহ সকল জোনের জোন কমান্ডার, রিজিয়নের কর্মকর্তাবৃন্দ, বান্দরবানে ১০৯টি মৌজার হেডম্যান-কারবারী উপস্থিত ছিলেন।
এদিকে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জিয়াউল হক বলেন, কোন সন্ত্রাসীকে ছাড় দেওয়া হবে না। সন্ত্রাসী যে হোক না কেন, তাদেরকে পাকড়াও করে আইনের আওতায় আনা হবে। পাহাড়ে চাঁদাবাজি বন্ধ করে আইন শৃঙ্খলা উন্নয়ন ও সকলের সুখ শান্তির জন্য সেনাবাহিনীর প্রতিটি সদস্য দুর্গম পার্বত্য এলাকায় প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে এবং আগামীতেও সেনাবাহিনীর এই কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, পাহাড়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং সন্ত্রাসী গোষ্ঠীকে দমন করার জন্য তাদের আশ্রয় না দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য হেডম্যান-কারবারীদের এগিয়ে আসার আহŸান জানান। অনুষ্ঠানে হেডম্যান ও কারবারীরা পার্বত্য জেলা বান্দরবানের উন্নয়নের জন্য বিভিন্ন দুর্গম এলাকায় রাস্তাঘাটের উন্নয়ন ও পাহাড়ে আরো নিরাপত্তা বাড়াতে সেনাবাহিনীর কাছে অনুরোধ জানান। সম্মেলন শেষে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অডিটরিয়ামে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।