‘সংবাদমাধ্যমের কণ্ঠরোধের’ বিরুদ্ধে কাশ্মীরে প্রতিবাদ

18

ভারতীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে ‘সংবাদমাধ্যমের কণ্ঠরোধ’ করার অভিযোগ তুলে বৃহস্পতিবার শ্রীনগরে কাশ্মীর প্রেস ক্লাবের ভেতর সাংবদিকরা নীরব প্রতিবাদ জানিয়েছে। তাদের অভিযোগ, কাশ্মীর ভ্যালিতে এখনো বেশিরভাগ জায়গায় মোবাইল ও ইন্টারনেট যোগাযোগ বন্ধ থাকায় গত প্রায় দুই মাস ধরে তারা নিজেদের কাজ করতে পারছেন না।
গত ৫ অগাস্ট জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে রাজ্যটিকে কেন্দ্রশাসিত দুইটি আলাদা অঞ্চলে ভাগ করার ঘোষণা দেয় ভারত সরকার।
ঘোষণার পরপর নিরাপত্তার অজুহাতে সেখানে টেলিফোন লাইন এবং মোবাইল ও ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়; জারি করা হয় কারফিউ। ধীরে ধীরে নানা নিষেধাজ্ঞা ও বিধিনিষেধ শীথিল হতে শুরু করলেও এখনো সেখানে জীবনযাত্রা স্বাভাবিক হয়নি। বৃহস্পতিবার শতাধিক কাশ্মীরি সাংবাদিক কালো ব্যাজ পরে এবং প্ল্যাকার্ড হাতে কাশ্মীর প্রেস ক্লাব প্রাঙ্গনে জড় হন এবং সেখানে নিরবে বসে প্রতিবাদ জানান।