সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথের ও রেনু প্রভা বড়ুয়ার নির্বাণ কামনায় সংঘদান

100

বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের আমৃত্যু সভাপতি, একুশে পদকসহ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন উপাধি-পদকে ভূষিত, বৌদ্ধ ভিক্ষুু মহাসভার ২৮তম সংঘনায়ক ধর্মাধিপতি শুদ্ধানন্দ মহাথেরের নির্বাণ সুখ কামনা ও রাউজান উপজেলাধীন পূর্ব গুজরাস্থ ধূমারপাড়া আনন্দ বিহারের বিশিষ্ট উপাসক প্রিয় রঞ্জন বড়ুয়ার সহ-ধর্মিণী, প্রয়াতা উপাসিকা রেনু প্রভা বড়ুয়ার নির্বাণ সুখ কামনা ও সাপ্তাহিক ক্রিয়া উপলক্ষে অষ্টপরিস্কারসহ মহাসংঘদান ও জ্ঞাতি ভোজন স্বপ্নীল প্রাঙ্গণে অধ্যাপক বিপুলানন্দ মহথের’র সভাপতিত্বে সদ্ধর্মদেশনা করেন ভদন্ত দেবানন্দ মহাথের, বোধিমিত্র মহাথের, সোভিতানন্দ মহাথের, জ্ঞানবিরিয় মহাথের, অধ্যাপক সুমেধানন্দ মহাথের, ভদন্ত বিপস্সী মহাথের, বিদর্শনাচার্য নন্দবংশ মহাথের, ভদন্ত থের, ভদন্ত সুমিত্তানন্দ থের, ভদন্দ করুনাশ্রী থের, ভদন্ত দেববংশ থের, অর্থদর্শী ভিক্ষুসহ প্রাজ্ঞ ভিক্ষু-সংঘ। প্রয়াতের পারিবারিক পরিচিতি তুলে ধরেন প্রধান শিক্ষক অব. সমীরণ বিকাশ বড়ুয়া, স্মৃতিচারণ করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রাক্তন পরিচালক প্রফেসর ড. সুমন বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ-চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক অঞ্চল কুমার তালুকদার, গাছবাড়ীয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ ড. সুব্রত বরণ বড়ুয়া, অব. প্রধান শিক্ষক দীপঙ্কর বড়ুয়া, অব.প্রধান শিক্ষক প্রতুল বড়ুয়া, শিক্ষক অব. পুলিন বিহারী বড়ুয়া, স্বপন কান্তি বড়ুয়া, মুক্তিযোদ্ধা রবীন্দ্র লাল বড়ুয়া, শিক্ষক তাপস কুমার বড়ুয়া, সুমন বড়ুয়া আবু, বাপ্পী কুমার বড়ুয়া, পঞ্চশীল প্রার্থনা করেন মিলন কান্তি বড়ুয়া, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন প্রয়াতের ছোট ছেলে উৎপল বড়ুয়া। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ভদন্ত জ্ঞানেন্দ্রিয় ভিক্ষু ও প্রবারণ বড়ুয়া। উল্লেখ্য, সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথের গত ৩ মার্চ রাজধানীর ল্যাব এইড হাসপাতালে মহাপ্রয়াণ করেন এবং রেনু প্রভা বড়ুয়া গত ৬ মার্চ সন্ধ্যায় প্রয়াতের ছেলে উজ্জ্বল কান্তি বড়ুয়া’র চট্টগ্রাম শহরস্থ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ এবং ৭ মার্চ তাঁর ড়্রামের বাড়িতে অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।