সংগীত পরিচালনায় সাবিনা ইয়াসমীন

67

১৯৬৭ সালে মুক্তি পাওয়া জহির রায়হানের ‘আগুন নিয়ে খেলা’ চলচ্চিত্রের মাধ্যমে গানে অভিষেক ঘটে নন্দিত কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমীনের। সেইছবিতে আলতাফ মাহমুদের সুরে ‘মধু জোছনার দীপালি’ শিরোনামের গানটিতে কণ্ঠ দেন তিনি। এরপর আর পেছনে তাকাতে হয়নি এই কোকিলকণ্ঠীকে। গেল ৫২ বছর ধরে গেয়ে চলেছেন। তবে এবার সেই গতিতে বাঁকবদল ঘটতে চলেছে। সংগীত পরিচালক হিসেবে আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে তার। বরেণ্য অভিনেত্রী-নির্মাতা সারাহ বেগম কবরীর সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা ‘এই তুমি সেই তুমি’র সংগীত পরিচালক হিসেবে নাম লেখালেন সাবিনা।
সাবিনা ইয়াসমীন বলেন, ‘এ পর্যন্ত অসংখ্য অনুরোধ পেয়েছি। তবে এবার আর কবরীর অনুরোধ ফেলতে পারিনি। তার অনুরোধ রাখতে কঠিন এই কাজটি হাতে নিয়েছি। আমি জানি কাজটি অনেক কঠিন, তাই খুব সচেতনভাবেই করতে চাই।’ আরও বলেন, ‘আমার সুর ও সংগীতে অন্য শিল্পীরা গাইবেন, ভাবতেই আনন্দ লাগছে। রোমাঞ্চকর ব্যাপার! নতুন বছরে গান তৈরির কাজ শুরু হবে। পরিচালক যেহেতু কবরী, ফলে আমার কাজটা স্বাধীনভাবে করতে পারবো।’ অন্যদিকে কবরী বলেন, ‘শুরুতে ভাবলাম আমাদের সময়ের কোনও সংগীত পরিচালককে নেওয়া যায় কিনা। দেখলাম, তারা প্রায় সবাই অসুস্থ। এরপর মনে হলো, সাবিনা এক জীবনে এত গান গেয়েছে। এত এত গুণী সংগীত পরিচালকের সান্নিধ্য পেয়েছে। তাহলে কেন সাবিনা ইয়াসমীন নয়? তার সঙ্গে আমার চার দশকের বন্ধুত্ব। তাকে প্রস্তাব দিলাম। রাজি হচ্ছেই না। একটা সময় রাজি হয়েছে। আমার গল্পের যে চাহিদা, তাতে সাবিনাই সবচেয়ে ভালো সংগীত পরিচালনা করতে পারবে। এটা আমার বিশ্বাস।’ তিনি জানান, নতুন বছরের ফেব্রুয়ারিতে শুরু হবে ‘এই তুমি সেই তুমি’ সিনেমার শুটিং। পরিচালনার পাশাপাশি এর কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন কবরী নিজেই।