ষোলই ডিসেম্বর

35

ট্যাঙ্ক-অস্ত্রের ঝনঝনানি তুমুল অগ্নিঝড়
যুদ্ধজয়ের এক ইতিহাস ষোলই ডিসেম্বর।
বাঙালিদের সাহস দেখে পাক কাঁপে থর থর
আঁধার ফুঁড়ে সূর্য ওঠে ষোলই ডিসেম্বর।

যুদ্ধে কাহিল পাকদানবের হলো মরণ-জ্বর
সবুজ বুকে বিজয় আসে ষোলই ডিসেম্বর।
দেশ প্রেমিক মুক্তিসেনা তিল করেনি ডর
রক্ত-ঘামের নিশান ওড়ে ষোলই ডিসেম্বর।

যুদ্ধকালীন বাংলা জুড়ে কেউ ছিলো না পর
সম্প্রীতির বিজয় জোটে ষোলই ডিসেম্বর।
জয়-উল্লাসের ফল্গুধারায় সবার উচ্চস্বর
শীর্ষে ওঠেন বীর বাঙালি ষোলই ডিসেম্বর।

রক্তে ভেজা স্বাধীনতার মুজিব কারিগর
শুদ্ধ আলো-হাওয়া মেলে ষোলই ডিসেম্বর।
বিশ্ববুকে জাতি পেলো লাল-সবুজের ঘর
স্মরণীয় বরণীয় ষোলই ডিসেম্বর।