শিশু বর্ষার খুনি লক্ষণ দাশের ফাঁসির দাবি

25

নিজস্ব প্রতিবেদক

প্রথম শ্রেণির ছাত্রী বর্ষার হত্যাকারী লক্ষণ দাশের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে। জামালখান ওয়ার্ডবাসী ও সুশীল সমাজ গতকাল রবিবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধনে লক্ষণ দাশের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন জামালখান ওয়ার্ড যুবলীগের আহব্বায়ক ও সাবেক ছাত্রনেতা মো. আইয়ুব, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা পীরজাদা মো. মহরম হোসাইন, মহানগর জাতীয় পাটির নেতা মো. সেলিম উদ্দিন সেলিম, ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহব্বায়ক হুমায়ুন কবির মাসুদ, ৩ নং ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল আহমেদ ইমু, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা নুরুল আমিন টুকু, মো. পারভেজ সাংবাদিক আমান বাদশা, সেচ্ছাসেবক লীগ নেতা হেলাল উদ্দীন, নিহত বর্ষার মা ঝর্না বেগম ও বড় বোন সালেহা আক্তার রুবি।
এসময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা রতন ভট্টাচার্য, মো. আজিম উদ্দীন, নতুন প্রজন্ম ক্লাবের আব্দুল মোর্শেদ সুজন, রাশেদ শরীফ বাপ্পী, আবু বক্কর সিদ্দীক, মানবধিকার কর্মী শরীফ হোসাইন, এমইএস কলেজ ছাত্র মো. আরিফুল ইফতু, মোহাইমিনুল আবদীন, মো. মাহমুদ আহমেদ, মো. ইব্রাহিম খলিল, কায়েস ভূইয়া, সুদীপ্ত পারিয়াল জয়, মো. নাঈম হোসেন, মো. আরফাত হোসেন, মো. হাসনাত হোসেনসহ স্কুলের ছাত্র-ছাত্রীবৃন্দ।
মানববন্ধনে জামালখাঁন দোকান মালিক সমিতির সভাপতি সুজন মল্লিক, সাধারণ সম্পাদক মো. ইকবালের নেতৃত্বে মিছিল সহকারে ব্যসায়ীরা একাত্মতা প্রকাশ করেন।
উল্লেখ্য, গত সোমবার (২৪ অক্টোবর) মারজানা হক বর্ষাকে ধর্ষণের পর শ্বাসরোধে খুন করা হয়। পরে মরদেহ বস্তায় ঢুকিয়ে নালায় ফেলে দেয় খুনি পিশাচ লক্ষণ দাশ।