শিল্পী রাজিব শেখের এগার দিন ব্যাপী চিত্র প্রদর্শনী

59

পূর্বদেশ অনলাইন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউট শিল্পী রশিদ চৌধুরী আর্ট গ্যালারিতে প্যারিস আর্ট স্কুলের শিক্ষার্থী শিল্পী রাজিব শেখের এগার দিন ব্যাপী চিত্র প্রদর্শনী ২০ অক্টোবর ২০২২ শুরু হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে, তিনি বলেন মোনালিসা এবং বাংলাদেশ এই শিরোনামের আয়োজনটি আমাদেরকে বেশ উৎফুল্ল করেছে। প্যারিস সৃজনশীল শিল্পের সূতিকাগার, আমাদের শিক্ষাথীদের প্যারিস আর্ট স্কুলের সাথে একটি সেতুবন্ধন রচনা করার সুয়োগ তৈরী হয়েছে এ আয়োজনের মাধ্যমে। বক্তব্য প্রদান করেন শিল্পী রাজিব শেখ, ইতিহাসবিদ ও শিল্পকলা সংগ্রাহক প্রফেসর আঁলা মনতাখেল, অঁলিয়স ফ্রঁসেস চট্টগ্রামের পরিচালক-ব্রুনো লাখাম, ড. গুরুপদ চক্রবর্তী, অধ্যাপক সুফিয়া বেগম। সভাপতিত্ব করেন চারুকলা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক প্রণব মিত্র চৌধুরী। শিল্পীর ২৮ টি এক্রেলিক ও তৈলচিত্র ও একটি মোনালিসা প্রোজেকশন রয়েছে। অনুষ্ঠানে চারুকলার শিক্ষক, শিক্ষার্থী ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। প্রদর্শনী ৩০ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত সকল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।