শাদে সোনার খনিতে সংঘর্ষ, নিহত ১০০

27

পূর্বদেশ অনলাইন
আফ্রিকার দেশ শাদের উত্তরাঞ্চলে একটি সোনার খনিতে গত ২৩ মে শ্রমিকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ১০০ জনের মৃত্যু হয়েছে। শাদের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল দাউদ ইয়াইয়া ব্রাহিমের বরাত দিয়ে রয়টার্স জানায়, লিবিয়ার সীমান্তবর্তী পার্বত্য কৌরি বৌগৌদি জেলার একটি অনানুষ্ঠানিক সোনার খনিতে ২৩ মে রাত থেকে সহিংসতা শুরু হয়। ঘটনার সূত্রপাত মূলত দুই শ্রমিকের বাগবিতণ্ডা থেকে। ঘটনার তদন্ত করতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকারি কর্তৃপক্ষ গত ২৫ মে ঘটনাস্থলে অনুসন্ধানী কমিশন পাঠিয়েছিল। কমিশন জানিয়েছে, সেখানে অনেকে নিহত হয়েছেন এবং অসংখ্য লোক আহত হয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী ব্রাহিম রয়টার্সকে বলেছেন, আমরা ১০০ জনের মতো নিহতের সন্ধান পেয়েছি। আপাতত সমস্ত অনানুষ্ঠানিক খনির কার্যক্রম স্থগিত করা হয়েছে।ঘটনাস্থল থেকে লোকজনকে সরিয়ে নিয়েছি। সূত্র: রয়টার্স, বিবিসি