শহীদদের শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা ও র‌্যালি

5

পূর্বদেশ ডেস্ক

সাতকানিয়া উপজেলা
মুক্তিযোদ্ধারা তাদের জীবনবাজি রেখে যেভাবে দেশকে রক্ষা করেছিল, তেমনি তাদেও মর্যাদা রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। শুধু তাদের নয় তাদের পরিবারকেও আমাদের সহযোগিতা করতে হবে।
গত ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চট্টগ্রাম সাতকানিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সন্তানদের সংবর্ধনা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম-১৫ আসন (সাতকানিয়া-লোহাগাড়া) সংসদ সদস্য এম.এ মোতালেব সিআইপি এসব কথা বলেন।
গত ২৬ শে মার্চ সকাল ১০.৩০টায় সাতকানিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাসের সভাপতিত্বে ও সহকারী প্রোগ্রামার আনোয়ার হোসাইনের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনজুমান আরা, সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক আতাউল হক চৌধুরী, সাতকানিয়া উপজেলার আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট সাইফুদ্দিন ছিদ্দিক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সদ্য সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মিলন কুমার ভট্টাচার্য, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ও কালিয়াইশ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ হাফেজ আহমদ, হুমায়ন কাদের, নুরুল ইসলাম ও বাহারুল ইমাম চৌধুরী প্রমুখ। সাতকানিয়া প্রতিনিধি

রাউজান উপজেলা আ.লীগ
২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে রাউজান উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল, পুষ্পস্তবক অর্পণসহ নানা কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাবের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক বশির উদ্দিন খানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দর চৌধুরী বাবুল, রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, সহ সভাপতি কাজী মো. ইকবাল, কামরুল ইসলাম বাহাদুর, স্বপন দাশগুপ্ত, ইরফান আহমেদ চৌধুরী, দপ্তর সম্পাদক জসিম উদ্দিন চৌধুরীসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ। রাউজান প্রতিনিধি

রাউজান পৌরসভা
২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে রাউজান পৌরসভার ব্যবস্থাপনায় আলোচনা সভা, মেধাবী শিক্ষার্থীদের মাঝে উপহার প্রদান ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক বই প্রদান করা হয়। এতে সভাপতিত্ব করেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল, শিক্ষক মোহাম্মদ ইলিয়াছত, মাওলানা সিরাজুল ইসলাম, পৌরসভার প্রকৌশলী ওয়াসিম আকরাম প্রমুখ। রাউজান প্রতিনিধি

সাতকানিয়া বণিক সমিতি
গত ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাতকানিয়া বণিক সমিতির উদ্যোগে সাতকানিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। মাল্য অর্পণ করেন সমিতির উপদেষ্টা এ কে এম মোরশেদ, আবদু মন্নান, সমিতর যুগ্ম আহŸায়ক আবদুল গফুর, মোহাম্মদ আলমগীর আবদু রহিম, সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আক্তার কামাল , তাজুল ইসলাম, মোহাম্মদ ইউচুপ, মোহাম্মদ হানিফ, সুমন, নূরুল আলম নসু, হোসেন মোহম্মদ এরশাদ, আবুল কালাম, মোহাম্মদ মহিউদ্দিন, নুরুল আলম কালু, মোহাম্মদ কামাল, মোহাম্মদ সেলিম, সফিকুল ইসলাম সানি, ওয়াসিম আকরাম ভুট্টো, মোহাম্মদ জাহেদুল হক, মামুন, দিদার, আনোয়ার, জসীম, জাবেদুল হক, কলেজ, বাদশা, হারুন, ফজু, সুজন, জাহাঙ্গীর, খোকন, হাসান, আরিফ সহ সাতকানিয়ার সর্বস্তরের ব্যাবসায়ীবৃন্দ। সাতকানিয়া প্রতিনিধি

হাটহাজারী কলেজ
ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান হাটহাজারী সরকারি কলেজে বিপুল উৎসাহ উদ্দীপনায় ও যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৪ উদযাপিত হয়েছে। ওই দিন সকালে জাতীয় সঙ্গীত পরিবেশন ও বিএনসিসি, রোভার স্কাউট গ্রুপের সদস্যদের শ্রদ্ধা প্রদর্শনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করে কলেজের অধ্যক্ষ প্রফেসর জাহিদ মাহমুদ দিনের কর্মসূচীর শুভ সূচনা করেন।
পরে অধ্যক্ষ কলেজের উপাধ্যক্ষ গুল মোহাম্মদসহ শিক্ষক-কর্মচারী এবং ছাত্র-ছাত্রীদেরকে সাথে নিয়ে বীর বাঙালির অহংকার মুক্তিযুদ্ধের শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণ করেন। এরপর কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক সহকারী অধ্যাপক আবদুল্লাহ আল আহসান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর জাহিদ মাহমুদ শিক্ষার্থীদেরকে বঙ্গবন্ধু ও স্বাধীনতার বীজমন্ত্রের আদর্শে উজ্জীবিত হয়ে ত্রিশ লক্ষ শহীদের আত্মত্যাগ ও দুই লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত স্বাধীন মাতৃভূমি বাংলার উন্নতি বিধানে আত্মনিয়োগ করার আহবান জানান।
কলেজের প্রভাষক আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ গুল মোহাম্মদ। এতে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক আবু মুছা মো. মামুন ও সহকারী অধ্যাপক কাজী মো. জয়নুল আবেদীন। আলোচনা সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় সহকারী অধ্যাপক মনজুর আলী তালুকদার দোয়া মাহফিল পরিচালনা করেন। হাটহাজারী প্রতিনিধি

কাগতিয়া মাদরাসা
চট্টগ্রামের রাউজানের কাগতিয়া এশাতুল উলুম কামিল এম. এ. মাদরাসার আল-ফজল মুনিরী গাউছুল আজম সম্মেলন কক্ষে বাঙালি জাতির জাতীয় ঐতিহ্যের মহাস্মারক ‘মহান স্বাধীনতা দিবস’ অনুষ্ঠিত হয়। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভায় বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মুহাম্মদ বদিউল আলম আহমদী, প্রভাষক মুহাম্মদ তারেকুল ইসলাম প্রমুখ। মহান এ দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচীর মধ্যে ছিল ফাতেহা শরীফ আদায়, আলোচনা সভা ও দোয়া মাহফিল।
আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘ নয়মাস রক্তক্ষয়ী যুদ্ধে নিহত ত্রিশ লক্ষ শহীদ এবং দুই লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয় এ মহান স্বাধীনতা। এ স্বাধীনতা সংগ্রামের মূলমন্ত্র ছিল হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতির মুক্তির দিশারি জাতির জনক শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মাতৃভূমির প্রতি অগাধ ভালোবাসা। জাতির জনকের কন্ঠে উচ্চারিত স্বাধীনতা সংগ্রামের আহবানে সাড়া দিয়ে লাখো বাঙালি বুকের তাজা রক্ত বিসর্জন দেয় দেশের আপামর জনতা।
ঘরে ঘরে বেজে উঠে যুদ্ধের দামামা। তার নেতৃত্বে শুরু হয় মুক্তিযুদ্ধ। সুজলা-সুফলা, শস্য-শ্যামল দিগন্তের বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে অঙ্কিত হয় একটি স্বাধীন দেশের মানচিত্র। শেষে মিলাদ-কিয়াম আদায় করেন উপাধ্যক্ষ মুহাম্মদ বদিউল আলম আহমদী মোনাজাতের মাধ্যমে। বিজ্ঞপ্তি

উরকিরচর উচ্চ বিদ্যালয়
স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে শহীদ বেদীতে মুক্তিযুদ্ধে শহীদ জাতির বীর সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভা প্রধান শিক্ষক বিলাস কান্তি দাসের সভাপতিত্বে বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়।
অতিথি ছিলেন আবুল কালাম, উত্তর উরকিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ আইয়ুব, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ওসমান গনি, রফিকুল আলম কন্ট্রাক্টর, ম্যানেজিং কমিটির সদস্য মোহাম্মদ বেলাল উদ্দিন, দিদারুল আলম, আবদুর রহিম, অভিভাবক নাছির উদ্দীন, রাশেদা বেগম, মোরশেদ, মোহাম্মদ আজম। সিনিয়র শিক্ষক কীর্তি রঞ্জন বড়ুয়ার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মো সাইফুল আজম, মেরী বিশ্বাস, মৃণাল কান্তি দাশ, জাহাঙ্গীর আলম, নন্দিতা দাশ, সূমী ঘোষ, মোহাম্মদ ইউসুফ, সাজ্জাদুল ইসলাম, আবুল ফরাহ প্রমুখ। রাউজান প্রতিনিধি