লোহাগাড়ায় ইয়াবাসহ ৪ পাচারকারী আটক

16

লোহাগাড়ায় পৃথক দুটি অভিযান চালিয়ে চার মাদক পাচারকারীকে আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১০ হাজার ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গত ১২ ফেব্রæয়ারি চট্টগ্রাম আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এরআগে বৃহস্পতিবার দিনগত রাতে লোহাগাড়া উপজেলা পরিষদ সংলগ্ন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চট্টগ্রাম অভিমুখী দুটি প্রাইভেট কারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে আটককৃতরা হলেন- নরসিংদীর পলাশ থানার ঘোড়াশাল ৭নং ওয়ার্ডের মির্জা বাড়ির মোহাম্মদ রেফায়েত উল্লাহর পুত্র মোহাম্মদ বোরহান উদ্দিন (৩০), গাজীপুরের কালীগঞ্জ ভাদুসাধু ২নং ওয়ার্ডের আবুল হোসেনের বাড়ির মৃত আবুল হোসেনের পুত্র মোহাম্মদ নয়ন (৪০), নরসিংদী জেলার মনোহরদী হেতেমদী ৩ নম্বর ওয়ার্ডের মনিরের বাড়ির মনিরুজ্জামানের পুত্র মোহাম্মদ রবিউল আলম অনিক (২৪) এবং গাজীপুরের টঙ্গী খাঁ পাড়া মসজিদ সংলগ্ন রাকিবের বাড়ির আব্দুল কাদেরের পুত্র মোহাম্মদ শাহীন হোসেন (২৫)। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসাইন মাহমুদ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার উল্লেখিত এলাকায় পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম এবং এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স একটি প্রাইভেটকারে অভিযান চালিয়ে ৪ হাজার ১০ পিস ইয়াবাসহ দুইজন এবং এসআই যুযুৎসু যশ চাকমার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অপর একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৬ হাজার পিস ইয়াবাসহ দুইজন পাচারকারীকে আটক করে। আটক মাদক পাচারকারীদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।