লংগদুতে স্যাটেলাইট ট্রেনিং কোর্স উদ্বোধন

24

জাতীয় শিক্ষা ব্যাবস্থাপনা একাডেমি (ন্যায়েম) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ মন্ত্রনালয় এর উদ্যোগে অন টিচার্স প্রফেশনাল ডেভেলপমেন্ট মাধ্যমিক পর্যায়ের শিক্ষকগণের জন্য ৪৩তম স্যাটালাইট ট্রেনিং কোর্স রাঙামাটির লংগদুতে উদ্বোধন করা হয়েছে। গত ১৩ ফেব্রূয়ারি লংগদু উপজেলার রাবেতা মডলে উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে (১৩-১৮ ফেব্রূয়ারি) ৬দিনব্যাপী ৪৩তম স্যাটালাইট ট্রেনিং কোর্স শুরু হয়। এতে লংগদু ও বাঘাইছড়ি উপজেলার ২৯টি স্কুলের ৩০ জন শিক্ষক এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। ট্রেনিং কোর্সের উদ্বোধনীতে রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লংগদু উপজেলা নির্বাহী অফিসার মো. মাইনুল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন লংগদু উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাকসুদুর রহমান। এছাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপার ভাইজার মো. শওকত আকবর, জাতীয় শিক্ষা ব্যাবস্থাপনা একাডেমি (ন্যায়েম) এর প্রশিক্ষক মো. তৌহিদ হাসান, মো. শফিউলাহ প্রমুখ।