রোধ্তে অবক্ষয়

37

অনুর্বর জমিতে যেমন সম্বল হলো সার
সুচিন্তিত সুশীল সমাজ জাতির হাতিয়ার।
মনের মধ্যে স্বজাত্যবোধ জাগিয়ে বুকে আশা
অকাতরে দিতে হবে দেশকে ভালোবাসা।
প্রগতিশীল সমাজ গড়তে প্রয়োজন দৃঢ় ঐক্য
রাখতে হবে মনে প্রানে কথায় কাজে সখ্য।
জীবন চলার পথে যদি হয় কখনো ভুল
সুখ-শান্তি চুলোয় যাক কেউ পাবেনা কূল।
সবার মধ্যে জাগাতে হবে এই টুকুন বোধ
অবক্ষয়ের সমাজকে আজ করতে হবে রোধ।
একাত্তরের ঝান্ডা কাঁধে লড়তে বার বার
নির্ভয়েতে ধরতে হবে কলম হাতিয়ার।
কলম হাতে দুঃসাহসে হয়ে আরো শক্ত
আবার তবে দিতে হবে এক সাগর রক্ত।
সৎজনের আজ বেশী প্রয়োজন গড়তে জ্ঞানের খামার
স্বদেশ-প্রেমে সময় দিতে এসব মাথা-ঘামার।