রুশদির ওপর হামলার সমালোচনায় ইমরান খান

10

বিতর্কিত উপন্যাস ‘দ্য স্যাটানিক ভার্সেস’ এর কারণে লেখক সালমান রুশদির উপর মুসলমানদের যতই ক্ষোভ থাকুক, তাই বলে হত্যার উদ্দেশ্যে তার উপর হওয়া হামলা কোনোভাবেই ‘যৌক্তিক নয়’ বলে মনে করেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ‘দ্য গার্ডিয়ান’ পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে রুশদির ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়ে একে ‘ভয়ঙ্কর’ এবং ‘দুঃখজনক’ বলে বর্ণনা করেছেন ইমরান। অথচ এই ইমরান খানই দশ বছর আগে ভারতে আয়োজিত এক অনুষ্ঠানে অংশগ্রহণ করা থেকে সরে দাঁড়িয়েছিলেন। কারণ, ওই অনুষ্ঠানে রুশদিরও থাকার কথা ছিল। তারা দুইজন বিভিন্ন সময় পরষ্পরকে অপমান করে নানা বাক্যবানও ছুড়েছেন। কিন্তু তিনি গত শুক্রবার যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের একটি অনুষ্ঠানের মঞ্চে রুশদির উপর প্রাণঘাতী হামলাকে সমর্থন করেননি। ছুরিকাঘাতে রুশদি গুরুতর আহত হন। তার প্রাণনাশেরও ঝুঁকি ছিল। চিকিৎসায় অবস্থার উন্নতি হলেও এখনও তিনি হাসপাতালে ভর্তি আছেন।