রাঙ্গুনিয়া পৌর নির্বাচনে আ.লীগ প্রার্থীর গণসংযোগ

64

রাঙ্গুনিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. শাহজাহান সিকদার নির্বাচনী গণসংযোগ শুরু করেছেন। গত ১৩ ফেব্রূয়ারি বিকাল ৩টার দিকে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে আনুষ্ঠানিকভাবে গণসংযোগ শুরু করেন তিনি। প্রথমদিন তিনি পৌরসভার ৩নং ওয়ার্ডের ইছাখালী, জাকিরাদ, গুচ্ছগ্রামসহ বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। এসময় তিনি পুনরায় মেয়র নির্বাচিত হলে রাঙ্গুনিয়া পৌরসভাকে দেশের মডেল পৌরসভায় রূপান্তর করার অঙ্গীকার করেন। নৌকার বিজয় নিশ্চিতে সকলকে একযোগে কাজ করারও আহবান জানান তিনি। নির্বাচনী এ গণসংযোগকালে সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের পৌরসভা নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আসলাম খান। সদস্য সচিব আকতার হোসেন খানের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তরজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, ইদ্রিস আজগর, শফিকুল ইসলাম, আব্দুল মোনাফ সিকদার, ইকবাল হোসেন, ওমর ফারুক চৌধুরী, এমরুল করিম রাশেদ, তৌহিদুল ইসলাম কাঞ্চন, শেখ ফরিদ উদ্দীন চৌধুরী, জসিম উদ্দীন তালুকদার, মুজিবুল হক, জাফর সালেক সিকদার, আবু তাহের, ইকবাল হোসেন চৌধুরী মিল্টন, হালিম আব্দুল্লাহ, মো. ইউনুচ, বদিউল খায়ের লিটন, নাছির উদ্দীন রিয়াজ, মাহমুদুল হাসান বাদশা, মো. এনামুল হক, ওমর ফারুক, পলাশী মুৎসুদ্দি, নিলু আকতার, মোরশেদ তালুকদার, শিমুল গুপ্ত, রাসেল রাসু প্রমুখ। নির্বাচনী এই গণসংযোগে অংশ নিয়েছেন কয়েক হাজার নেতাকর্মী। উল্লেখ্য, পঞ্চমধাপে রাঙ্গুনিয়া পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামী ২৮ ফেব্রূয়ারি। এ নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির দুই মেয়র প্রার্থীসহ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে মোট ৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।