রাঙ্গুনিয়ায় পৃথক অভিযানে অস্ত্র ও মাদকসহ ৪ আসামি আটক

45

রাঙ্গুনিয়ায় পৃথক অভিযানে অস্ত্র ও মাদক সহ ৪ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের ধরা হয়। এরমধ্যে একজনের কাছে দুই রাউন্ড কার্তুজ সহ একটি দেশীয় তৈরি এলজি, দুই মাদক ব্যবসায়ীর কাছে যথাক্রমে ৫৪ লিটার চোলাই মদ ও ৩০ পিস ইয়াবা এবং একজন সাজাপ্রাপ্ত পরোয়ানাধারী আসামিকে গ্রেপ্তার করা হয়। অবৈধ অস্ত্র ও মাদক ব্যবসায়ীদের নামে পৃথম মামলা দিয়ে গত ৩ ফেব্রূয়ারি জেল হাজাতে প্রেরণ করা হয়েছে। রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সাইফুল ইসলাম জানান, গত রবিবার রাতে চন্দ্রঘোনা হাশেম খাল ব্রিজের উপর থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. জসিমকে (৩৫) দ্ইু রাউন্ড কার্তুজ সহ দেশীয় তৈরি একটি এলজি ও ৩০ পিস ইয়াবা এবং একই সাথে অপর চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. আরিফকেও (২৭) ৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তাদের দু’জনের বাড়ি চন্দ্রঘোনা বুইজ্জার দোকান এলাকায়। এরমধ্যে জসিম তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।
অন্যদিকে উত্তর পারুয়া বসাকপাড়া গোবিন্দ ডাক্তারের বাড়ির গেইটের সামনের রাস্তার উপর থেকে মাদক ব্যবসায়ী মো. এনাম হোসেন ওরপে জীবনকে (২০) ৫৪ লিটার দেশীয় তৈরী চোলাইমদসহ গ্রেপ্তার করা হয়। তার বাড়ি পাশ^বর্তী বোয়ালখালী উপজেলায়। সে রাঙ্গুনিয়ায় চোলাই মদ বিক্রির উদ্দেশ্যে এসেছিল বলে স্বীকার করে। এছাড়া চন্দ্রঘোনা দোভাষীবাজার এলাকা থেকে সাজাপ্রাপ্ত পরোয়ানাধারাী আসাম মো. রেজাউল করিম ভাতুরীকে (৩০) গ্রেপ্তার করা হয়। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ও মাদক মুক্ত রাঙ্গুনিয়া গড়তে পুলিশের ই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।