রাঙ্গুনিয়ায় দুই দোকানিকে জরিমানা

2

রাঙ্গুনিয়া প্রতিনিধি

রাঙ্গুনিয়ায় নষ্ট ফ্রিজে ইনকেজশন ও ভায়াল সংরক্ষণ, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি, অননুমোদিত ওষুধ বিক্রি, নিবন্ধন ছাড়া শিশু খাদ্য বিক্রির অপরাধে দুই দোকানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল রবিবার দুপুরের দিকে উপজেলার রোয়াজারহাট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভ‚মি) মোহাম্মদ জামশেদুল আলম এই অভিযান চালান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নষ্ট ফ্রিজে ইনজেকশন সংরক্ষণ, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি, অননুমোদিত ওষুধ বিক্রি, লাইসেন্সবিহীন শিশু খাদ্য বিক্রির অপরাধে বাজারের আজিজ ফার্মেসি নামে একটি ওষুধের দোকানকে ওষুধ আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ ও ভেজাল প্রসাধনী সামগ্রী বিক্রির অপরাধে হালিমা কসমেটিক্স নামে একটি প্রসাধনী দোকানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।