রাঙ্গুনিয়ায় এইচএসসিতে পাসের হার ৭৭.২৬%

17

রাঙ্গুনিয়া প্রতিনিধি

এইচএসসি’র ফলাফলে রাঙ্গুনিয়ায় ৯টি কলেজে ৮৪ জন এবং ৭টি মাদ্রাসায় ১২ জন শিক্ষার্থী জিপিএ- ৫ অর্জন করেছে। কলেজে মোট ১৭৭৭ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৩৭৩ জন। পাসের হার ৭৭.২৬ শতাংশ। অন্যদিকে ৭টি মাদ্রাসার ২৪৭ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ২২১ জন। পাসের হার ৮৯.৪৭ শতাংশ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সুমন শর্মা বলেন, পাসের হারের দিক থেকে উপজেলা পর্যায়ে প্রথম হয়েছে দক্ষিণ রাঙ্গুনিয়া শিলক বালিকা মহাবিদ্যালয়। তাদের ৩৮ জন শিক্ষার্থীর মধ্যে ৩৪ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৪ জন। পাসের হার ৮৯.৪৭ শতাংশ। তবে জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে প্রথম হয়েছে রাঙ্গুনিয়া মহিলা কলেজ। তাদের ৩৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এছাড়া ২৬৪ জন শিক্ষার্থীর মধ্যে ১৯৫ জন পাস করেছে। তাদের পাসের হার ৭৩.৮৬ শতাংশ।
অন্যদিকে মাদ্রাসায় পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকেও প্রথম হয়েছে রাঙ্গুনিয়া আলমশাহ পাড়া কামিল মাদ্রাসা। তাদের পাসের হার ৯৬ শতাংশ এবং ৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। এছাড়া ৬৯ জন শিক্ষার্থীর মধ্যে ৬৬ জন পাস করেছে এবং ৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।