রাঙ্গুনিয়ার মইনীয়া যুব ফোরামের চিকিৎসা সেবা

56

রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের মহতি পাড়া শাখা মইনীয় যুব ফোরামের উদ্যোগে দুইদিনব্যাপী সুন্নী সম্মেলন উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, দরিদ্রদের মাঝে শিক্ষাসামগ্রী ও বস্ত্র বিতরণ এবং মিলাদ মাহফিল স্থানীয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির প্রথম দিন ২৭ জানুয়ারি দিনব্যাপী অনুষ্ঠিত চিকিৎসা ক্যাম্পে বিনামূল্যে ডায়াবেটিস, ব্লাড টেস্ট সহ বিভিন্ন রোগের সেবা গ্রহণ করেন পাঁচ শতাধিক রোগী। পাশাপাশি শতাধিক শিশুর খৎনা ও কন্যা শিশুদের কর্ণ ছেদন করা হয়। ক্যাম্পে চিকিৎসা সেবা দেন ডা. রবিউল মোস্তফা রবিন, ডা. মিজানুর রহমান, ডা. ফাতেমা ইয়াছমিন লোনা, ডা. শারমিন মুরাদ, ডা. অতশি ইরতিজা, ডা. মাহবুবুল আলম মাসুম ও ডা. সুব্রত তালুকদার। এদিন বিকালে শতাধিক দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নুরুল ইসলাম। ব্লাড ক্যাম্পে রক্ত পরীক্ষা করান চট্টগ্রামের মইনীয় সাইফিয়া ব্লাড ব্যাংকের সদস্যরা। দ্বিতীয় দিন সুন্নী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সৈয়দ সাইফুদ্দীন আহমেদ (মা.)। পোমরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল কবির গিয়াসুর সভাপতিত্বে মাহফিলে ধর্মীয় উপস্থিত ছিলেন সৈয়দ ক্বারী মাওলানা রুহুল আমিন আল কাদেরী, ক্বারী মিজানুর রহমান আজিজী, মাওলানা সৈয়দ মোকাররম বারী, ওমর ফারুক নঈম মাইজভান্ডারী, মাওলানা আবুল মালেক তাহেরী, শায়ের মনছুর আলম মাইজভান্ডারী প্রমুখ। দুইদিনব্যাপী অনুষ্ঠিত এ মাহফিলের আহবায়ক ছিলেন রেজাউল করিম এবং সদস্য সচিব মোহাম্মদ শাকিল। বিশেষ অতিথি ছিলেন মইনীয় যুব ফোরাম কেন্দ্রিয় কমিটির যুগ্ম সম্পাদক আকবর হোসেন রুবেল, উত্তর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইউসুফ, আবু জাফর, প্রবাসী উপদেষ্ঠা মনির আহমদ, সিরাজুল ইসলাম, পোমরা ইউনিয়ন শাখা মইনীয়া যুব ফোরামের সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন, মহতি পাড়া শাখার সভাপতি সরোয়ার আলম, সদস্য মো. মোজাম্মেল, মো. ওসমান, মো. জাহেদ, মো. আসিফ, মো. রাসেল, মো. মিজান, মো. সাজ্জাদ হোসেন, মো. গিয়াস, মো. হোসেন, মইনীয়া ছাত্র ফোরাম মহতি পাড়া শাখার সদস্য মো. সাকিব, মো. সেকান্দর, মো. নয়ন, মো. শাকিব প্রমুখ।