রাঙামাটিতে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

6

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটিতে কোভিড-১৯এ ক্ষতিগ্রস্ত অস্বচ্ছল দুস্থ ও দরিদ্র জনগণের মাঝে ১ হাজার সিএনজি চাককের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করা হয়েছে। গত ১ আগস্ট শহরের জিমনেসিয়ান প্রাঙ্গণে জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করেন। জেলা প্রশাসক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত অস্বচ্ছল,হতদরিদ্র,কর্মহীন হয়ে পরাসহ বিভিন্ন পর্যায়ের মানুষের জন্য এই মানবিক সহায়তা। মাননীয় প্রধানমন্ত্রী পাহাড়ের জনগণের প্রতি অত্যন্ত আন্তরিক। করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার বিভিন্ন ভাবে কাজ করছে। তারই ধারাবাহিকতায় আজকের এই মানবিক সহায়তা। আপনারা সবাই সরকারের বিধিনিষেধ মেনে চলবেন আপনাদের কাছে এ প্রত্যাশা রাখছি। এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক মো. মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাগফুরুল হাসান, জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. বোরহান উদ্দিন মিঠু ও উপজাতি সিএনজি সমিতির সভাপতি বিভাষ দেওয়ানসহ সিএনজি চালক সমিতির নেতৃবৃন্দ। জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান ১ হাজার সিএনজি চালকদের মাঝে চাল, ডাল, তেল, আলু, আটাসহ নিত্যপ্রয়োজনী খাদ্যদ্রব্য তুলে দেন। সকালে উপজাতি সিএনজি চালকদের এ ত্রাণ সহায়তা দেওয়া হয় এবং একই দিনে বিকালে বাঙালি সিএনজি চালকদের হাতে ত্রাণ সহায়তা তুলে দেওয়া হবে।