রাঙামাটিতে ইসলামী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন

69

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় রাঙামাটিতে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। রাঙামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুজ্জামান মহসীন রোমান প্রধান অতিথি হিসেবে গত মঙ্গলবার সকালে এ কর্মসূচির উদ্বোধন করেন। শহরের পুরাতন ব্যাস স্ট্যান্ডস্থ বায়তুশ শরফ কমপ্লেক্সে ইসলামী ব্যাংক আয়োজিত পল্লী উন্নয়ন প্রকল্পের গ্রাহক সমাবেশে এ বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়। এ কর্মসূচীর আওতায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর রাঙামাটির পল্লী উন্নয়ন প্রকল্পের ২ হাজার সদস্যের মাঝে একপি করে ফলজ গাছের চারা বিতরণ করা হয়। ইসলামী ব্যাংকের রাঙামাটি শাখা প্রধান ভিপি মোহাম্মদ সানা উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে এ বৃক্ষ রোপন কর্মসূচীতে বায়তুশ শরফ কমপ্লেক্সের অধ্যক্ষ শামসুল আরেফিন, রাঙামাটি প্রাণী সম্পদ হাসপাতালের ভেটেরনারী সার্জন ডা. দেবরাজ চাকমা, ইসলামী ব্যাংক রাঙামাটির পল্লী উন্নয়ন প্রকল্পের কর্মকর্তা ওবায়েদুল হকসহ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারবর্গসহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুজ্জামান মহসীন রোমান বলেন, পাহাড়ে বৃক্ষ শুন্য হয়ে পড়ায় ঘন ঘন পাহাড় ও ভূমি ধসের ঘটনা ঘটে চলেছে। এ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ব্যাপক বৃক্ষ রোপন করতে হবে। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড রাঙামাটিতে বৃক্ষরোপন কর্মসূচী গ্রহন করায় তা অত্যন্ত সময়োপযোগী বলে উল্লেখ করেন এবং তা অব্যাহত রাখার আহবান জানান। ইসলামী ব্যাংকের রাঙামাটি শাখাপ্রধান ভিপি মোহাম্মদ সানা উল্লাহ বলেন, দেশব্যাপী বৃক্ষারোপনের লক্ষে ইসলামী ব্যাংক এ কর্মসূচি গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে রাঙামাটি শহর এলাকায় পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্যদের মাঝে এ বছর ২ হাজার গাছের চারা বিতরণ করেছে ইসলামী ব্যাংক।
এছাড়া ইসলামী ব্যাংকে পল্লী উন্নয়ন প্রকল্পের প্রত্যেক সদস্যকে নিজ উদ্যোগে আরো ২টি করে গাছের চারা লাগানোর নির্দেশনা প্রদান করেন তিনি। পরে রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুজ্জামান মহসীন রোমান ও ইসলামী ব্যাংকের রাঙামাটি শাখা প্রধান ভিপি মোহাম্মদ সানা উল্লাহ বায়তুশ শরফ কমপ্লেক্সে গাছের চারা রোপন করে বৃক্ষ রোপন কর্মসূচীর সূচনা করেন। এর আগে রাঙামাটির পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্যদের হাসঁ মুরগী পালন ও গাছের পরিচর্যা যতœ নেয়ার উপর দিন ব্যাপী প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। রাঙামাটি প্রানী সম্পদ হাসপাতালের ভেটেরনারী সার্জন ডা. দেবরাজ চাকমা ও উপ সহকারী কৃষি কর্মকর্তা হারুন উর রশীদ প্রশিক্ষন পরিচালনা করেন।