রাউজান নোয়াপাড়া মুসলিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি

206

বিপুল আনন্দ উৎসবের মধ্যে দিয়ে গত শনিবার দিনব্যাপী রাউজান নোয়াপাড়া মুসলিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল র‌্যালী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রীতিভোজ, প্রদর্শনীসহ ইত্যাদি। স্কুল মাঠে আয়োজিত আলোচনা সভায় উদ্বোধক ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও নোয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ দিদারুল আলম। প্রধান অতিথি ছিলেন কলামিস্ট ড. মোহাম্মদ মাসুম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সহকারী পরিচালক ডা. কামাল হোসেন জুয়েল, অধ্যাপক ডা. পরিতোষ বড়–য়া, জাহাঙ্গীর সিকদার, প্রধান শিক্ষক শাহ্ জামাল, প্রধান শিক্ষিকা টিংকু চৌধুরী। প্রাক্তণ শিক্ষার্থী ডা. দিদারুল আলমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন উদযাপন পরিষদের আহবায়ক আনোয়ার আলম। সচিব জাহেদুল আলমের সঞ্চালনায় বক্তব্য দেন প্রাক্তন ছাত্র হাজী মো. নুরুল হক, হাজী ছালে আহমদ, শিক্ষক বদিউল আলম ভুঁইয়া, জামাল উদ্দিন, আজিজুল হক, ইউপি সদস্য সেকান্দর হোসেন, মো. সালাউদ্দিন, মো. আলাউদ্দিন, মো. আলমগীর, দিদারুল আলম, আবু হাছান, ইফতেখার ইফতি, মো. আরফাত, সাবিত আলম, মো. বাবর, মো. তৌহিদ, মো. রাসেল, শিক্ষক নিমিলীতা নন্দী, সিপ্রা রক্ষিত, রিংকু চৌধুরী, রীনা দাশ, নাহিদা মুনমুন, কাজল কান্তি দাশ, শর্মিষ্ঠা লোধ, রাজিয়া সুলতানা, জামাল উদ্দিন, শিউলী চৌধুরী, রতন শর্মা, মোছাম্মৎ শামীমা, উৎপল মল্লিক, মো. ইদ্রিছ। অনুষ্ঠানে বক্তারা বলেন, নোয়াপাড়া মুসলিম সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকার গৌরবময় একটি প্রতিষ্ঠান। এখান থেকে অনেক গুণী শিক্ষা লাভ করেছে।