রাউজান আওয়ামী সেচ্ছাসেবক লীগের উদ্যোগে মানববন্ধন

96

রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক শফিউল আলম ও বর্তমান সহ সভাপতি সাহেদুর রহমান মোরশেদকে প্রাণ নাশের হুমকি, রাউজান প্রেসক্লাবের সভাপতি তৈয়ব চৌধুরীকে ফেসবুকসহ নানাভাবে হেনস্থা, রাউজানের আলেম ওলামা, আওয়ামী লীগ নেতা, মুক্তিযোদ্ধা, সাধারণ নিরিহ মানুষকে লাঞ্চিত, হামলা মামলা ও হলদিয়ার নিরিহ কিশোর নঈম উদ্দিন খুনসহ ভন্ডপীর মুনির উল্লা কাগতিয়া মাদ্রাসার শিক্ষকদের মাসিক বেতন আত্মসাৎ, তরিকার ও কাগতিয়া মাদ্রাসার নামে মানুষের কাছ থেকে টাকা নিয়ে নিজের জন্য ১২২ কক্ষ বিশিষ্ট রাজকীয় বহুতল ভবন ও দেশের বিভিন্নস্থানে জায়গা জমি নেওয়াসহ বিভিন্ন অপরাধে ও তাকে গ্রেপ্তার এবং মুনিরীয়ার কার্যক্রম নিষিদ্ধের দাবীতে গতকাল শনিবার সকালে চট্টগ্রাম রাঙ্গামটি মহাসড়কের মুন্সিরঘাটায় মানববন্ধন করেছে রাউজান উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগ। মানবন্ধন শেষে এক সমাবেশ রাউজান উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের আহবায়ক জাহাঙ্গীর আলম সুমনেরর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক শওকত হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক বশির উদ্দিন খান, রাউজান উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ, রাউজান ছালামত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী রানা, আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন, রাউজান উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ আহসান হাবীব চৌধুরী হাসান, আওয়ামী লীগ নেতা তছলিম উদ্দিন, রাউজান পৌরসভা আওয়ামীলীগের প্রচার সম্পাদক আব্দুল লতিফ, বিজ্ঞাপন ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুছা আলম খান চৌধুরী, রাউজান উপজেলা যুবরীগের দপ্তর সম্পাদক তপন দে, রাউজান পৌরসভা যুবলীগের সভাপতি হাসান মোহাম্মদ রাসেল, সাধারণ সম্পাদক জিয়াউল হক রোকন, জসিম উদ্দিন মুন্না, আলমগীর আলী, মোস্তাফিজুর রহমান বিপ্লব, মো. হাসান, আনোয়ারুল আজিম সিদ্দিক, টিপু সুলতান, ফোরকান উদ্দিন সিরাজী, মো. জাভেদ, আবু ছালেক, সেকান্দর হোসেন, আবুল বশর, মো. মন্নান, জিল্লুর রহমান মাসুদ, রাউজান পৌরসভা ছাত্রলীগের সভাপতি অনুপ চক্রবর্তী, ওয়াহেদ বাবলু, ইমরান হোসেন জীবন, কে এম বখতেয়ার, সাজ্জাদ হোসেন, জামশেদ গনি, সাবের হোসেন, মো. নাছির উদ্দিন, নির্মল দাশ, সিরাজুম মুনির শাওন, সাফাত খান প্রমুখ।