রাউজানে মহাকবি নবীন চন্দ্র সেনের ১৭৬তম জন্মদিন উদযাপন

14

রাউজান প্রতিনিধি

সৃষ্টিকর্ম ও সৃজনশীল কাজের মধ্য দিয়ে মানুষ বেঁচে থাকে যুগ যুগান্তর ধরে। সৃষ্টি আর কর্মকে বন্দনা করে স্মরণীয় ও বরণীয় হয়ে আসছে কীর্তিমান মানুষেরা। একজন সৃষ্টিশীল ও সৃজনশীল কীর্তিমান মানুষ যুগে যুগে স্মরণীয় হয়ে রয় এবং ইতিহাসের পাতায় স্থান করে নেয় আপন আলোয়। মহাকবি নবীন চন্দ্র সেনের অমর কীর্তিগাথা ও সৃষ্টিশীল অবিনাশি কর্ম প্রজন্ম থেকে প্রজন্ম আজীবন অনুপ্রেরণা যোগাবে। স্মৃতির পাতা উল্টালে হাজার বছর আগের মানুষটিও একসময় নতুন প্রজন্মের কাছে হয়ে ওঠে অনুপম অনুকরণীয় আদর্শ। বাঙলা সাহিত্য ও সংস্কৃতির জগতের কীর্তিমান মহাকবি নবীন চন্দ্র সেন ছিলেন উজ্জ্বল ধ্রæবতারা।
শুক্রবার মহাকবি নবীন চন্দ্র সেনের ১৭৬তম জন্মদিনে কবির জন্মস্থান রাউজানে জন্মবার্ষিকী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। মহাকবি নবীন চন্দ্র সেন কমপ্লেক্সের ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন রাউজান উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং পশ্চিম গুজরা ইউপি চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দিন আরিফ। রাউজান উপজেলা দক্ষিণের সাংগঠনিক সম্পাদক সাফায়েত হোসেন তৌহিদের সভাপতিত্বে অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ রফিক, যুবলীগ নেতা ইসমাইল, মো. ইব্রাহিম, ছাত্রনেতা ফয়সাল মাহমুদ তৃষাদ, মো. রায়হান, মো. রিমন, সুমন, মারুফ, নাঈম, আজাদ, আমিরুল ইসলাম, সাকিব, ইনান, রাকিব, হায়দার প্রমুখ।