রাউজানে উপসংঘরাজ ড. শীলানন্দ মহাথেরোর জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া শুরু

12

রাউজান প্রতিনিধি

বাংলাদেশী বৌদ্ধদের সর্বোচ্চ দ্বিতীয় ধর্মীয় গুরু, মহামান্য উপসংঘরাজ, রাউজান বিমলানন্দ কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ, রাউজানের কৃতীসন্তান, স্মৃতিধর ড. শীলানন্দ মহাথেরের দুইদিনব্যাপী জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান গতকাল ২৮ মার্চ সকাল থেকে রাউজান বিমলানন্দ কেন্দ্রীয় বৌদ্ধ বিহার প্রাঙ্গণে শুরু হয়েছে। প্রথম দিন অনুষ্ঠানমালার মধ্যে ছিল অষ্টপরিষ্কারসহ সংঘদান। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সংঘনায়ক অধ্যাপক বনশ্রী মহাথেরো। প্রধান জ্ঞাতি উপ-সংঘনায়ক সদ্ধর্মরশ্মি রতনশ্রী মহাথেরো। সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি শিক্ষাবিদ সদ্ধর্মজ্যোতি সুনন্দ মহাথেরো। উদ্বোধক ছিলেন বুদ্ধপ্রিয় মহাথেরো। মুখ্য আলোচক ছিলেন সদ্ধর্মরত্ন জ্ঞানানন্দ মহাথেরো। প্রধান সদ্ধর্মদেশক ছিলেন প্রজ্ঞাবারিধি অধ্যাপক সুমেধানন্দ মহাথেরো। বিশেষ সদ্ধর্মদেশ ছিলেন ভদন্ত পঞঞাচক্ক মহাথেরো। উপ-সংঘরাজ ড. শীলানন্দ মহাথেরোর জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন পরিষদের সভাপতি মৈত্রীপ্রিয় মহাথেরো, কার্যকরী সভাপতি বিপুলসেন মহাথেরো, প্রধান সমন্বয়কারী প্রবেশ বড়ুয়া প্রবেশ ও সাধারণ সম্পাদক মিন্টু কুমার বড়ুয়ার তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে পঞ্চশীল প্রার্থনা করেন সহ সভাপতি দীপন কান্তি বড়ুয়া। অধ্যক্ষ করুনাশ্রী থেরো ও রাজীব বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিদ্ধার্থ বড়ুয়া, পি. আর বড়ুয়া, রোটারিয়ান অমরেশ বড়ুয়া চৌধুরী। সম্মানিত আলোচক ছিলেন প্রকৌশলী প্রকাশ কুসুম বড়ুয়া, ডা. বসুবন্ধু বড়ুয়া, প্রকৌশলী লায়ন তীর্থংকর বড়ুয়া। বক্তব্য রাখেন পূর্ণানন্দ থেরো, তনহংকর ভিক্ষু, দেবশ্রী মহাথেরো, শাসনাবংশ থেরো, সংঘশ্রী থেরো, মৃনাল কান্তি বড়ুয়া, বিমল বড়ুয়া, শিবু বড়ুয়া, সপন বড়ুয়া, পুতুল বড়ুয়া, সৈকত বড়ুয়া, টিটুল বড়ুয়া। অনুষ্ঠানে হাজার হাজার মানুষের সমাগম ঘটে।