মোহরায় সুকুমার চৌধুরীর উপহার

37

করোনা ভাইরাসের কারণে নগরীতে কর্মহীন অসহায় ও হতদরিদ্রদের মানুষের মাঝে শ্রীশ্রী জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও গৌরাঙ্গ নিকেতন’র চেয়ারম্যান শিল্পপতি সুকুমার চৌধুরীর ব্যক্তিগত উদ্যোগে সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। গতকাল ৪ মে মোহরার কামাল বাজার হযরত আকবর শাহ (র.) মহল্লায় প্রায় ৫শ’ হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে রমজান মাসের বিশেষ উপহার ত্রাণ সামগ্রী (২ কেজি ছোলা, ৩ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি সেমাই, ১ কেজি চিনি, ১ কেজি চিড়া, আধা লিটার তেল, আধা কেজি লবণ) ইত্যাদি বিতরণ করা হয়। এসব ত্রাণ সামগ্রী ডোর টু ডোর বিভিন্ন এলাকায় পৌঁছে দিতে সহায়তা করেছেন গৌরাঙ্গ নিকেতন’র সদস্য, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, চান্দগাঁও থানা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। সমাজসেবক অমিত চৌধুরীর সার্বিক সহযোগিতায় ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ফয়সাল চৌধুরী, সমীরণ চৌধুরী, আবুল কালাম, পংকজ চৌধুরী, মানুনুর রশীদ মামুন, আমজাদ হোসেন ইমন, মোহাম্মদ আইয়ুব, মোহাম্মদ এসকান্দর, যীশু চৌধুরী, বিকাশ দাশ, অসীম মহাজন প্রমুখ।
এ ব্যাপারে উদ্যোক্তা শিল্পপতি সুকুমার চৌধুরী বলেন, যেকোন দুর্যোগ মোকাবেলায় গৌরাঙ্গ নিকেতন পরিবার সবসময় মানুষের পাশে রয়েছে। করোনা মোকাবেলায় সরকারের নির্দেশনা মেনে চলুন, জরুরি প্রয়োজন ছাড়া ঘরে অবস্থান করুন, নিজে সুস্থ থাকুন, অন্যকে সুস্থ রাখুন। আমরা আপনাদের পাশেই আছি। বিজ্ঞপ্তি