মুজিববর্ষে রাউজান সাংসদের ৫৪ ঘর উপহার পেল গৃহহীন পরিবার

26

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রæত মুজিববর্ষ উপলক্ষে প্রতিটি ঘরহীন মানুষকে ঘর তৈরি করে দেওয়ার সিদ্ধান্তে জমি ও গৃহ পাচ্ছে রাউজানের ২৯৪ ভূমিহীন ও গৃহহীন পরিবার। এ কর্মসূচিকে আরো স্মরণীয় করে রাখতে রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর অর্থায়নে রাউজানে নির্মিত হয় ৫৪টি ঘর। এতে গত শনিবার চট্টগ্রাম বিভাগের সাথে ভিডিও কনফারেন্সে রাউজানের এসব ঘরের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে রাউজান উপজেলা পরিষদ হল রুমে এ উপলক্ষে গৃহহীনদের মাঝে ঘরের চাবি হস্তান্তর ও ১৪ ইউপিতে কম্পিউটারসামগ্রী বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জোনায়েদ কবীর সোহাগের সভাপতিত্বে ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা লিক্সন চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, সহকারি কমিশনার অতিশদর্শী চাকমা, রাউজান উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. মনির হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ, রাউজান থানার ওসি মো. আবদুল্লাহ আল হারুন, আওয়ামীলীগ নেতা আয়েয়ারুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র বশির খাঁন, ২য় প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, আওয়ামী লীগের সহ-সভাপতি স্বপন দাশগুপ্ত, শাহাজান ইকবাল, রাউজান সদর ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান ভূপেশ বড়–য়া, শফিকুল ইসলাম, আব্বাস উদ্দিন আহমেদ, লায়ন সাহাবুদ্দিন আরিফ, সরোয়ার্দী সিকদার, নুরুল আবছার বাশি, মো. রোকন উদ্দিন, সৈয়দ আবদুল জব্বার সোহেল, তসলিম উদ্দিন চৌধুরী, প্রিয়তোষ চৌধুরী, রাউজান পৌরসভার কাউন্সিলর এডভোকেট সমীর দাশ গুপ্ত, আলমগীর আলী, দিলিপ চৌধুরী, জানে আলম জনি, আজাদ হোসেন, শওকত হাসান, মুক্তিযোদ্ধা ইউসুফ খাঁন, হাসেম কমান্ডার। উল্লেখ্য, প্রথম পর্যায়ে মুজিববর্ষে এবিএম ফজলে করিম চৌধুরী এমপি’র অর্থায়নে ৫৪ পরিবার ঘরের চাবি হস্তান্তর করা হয় ও ২য় পর্যায়ে আরো ২৪০টি পরিবার ঘর ও জমি পাবে জমি ও গৃহহীন পরিবার।