মিয়ানমার সীমান্তে বেড়া দেয়ার পরিকল্পনা ভারতের

3

মিয়ানমারের সঙ্গে ভারতের এক হাজার ৬১০ কিলোমিটার (এক হাজার মাইল) সীমান্তে ছিদ্রযুক্ত বেড়া দেওয়ার পরিকল্পনা করেছে ভারতীয় কর্তৃপক্ষ। এর জন্য প্রায় এক দশকের মধ্যে ৩৭০ কোটি ডলার অর্থ ব্যয় হবে। চোরাচালান এবং অন্যান্য অবৈধ কার্যকলাপ রোধের জন্য এই পরিকল্পনা করছে দেশটি। বিষয়টি সম্পর্কে সরাসরি অবগত একটি সূত্র ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছে। বুধবার (২৭ মার্চ) এক প্রতিবেদনে বার্তা সংস্থাটি এই খবর জানিয়েছে। চলতি বছরের শুরুর দিকে ভারত এই সীমান্তে বেড়া দেওয়ার কথা বলেছিল। একইসঙ্গে সীমান্তের নাগরিকদের জন্য অভ্যুত্থান-বিধ্বস্ত মিয়ানমারের সঙ্গে এক দশকের পুরনো ফ্রি ভিসা নীতির অবসান ঘটানোর কথাও বলা হয়। জাতীয় নিরাপত্তার কারণে এবং দেশটির উত্তর-পূর্ব অঞ্চলের জনসংখ্যার কাঠামো বজায় রাখার লক্ষ্যে এই ঘোষণা দেওয়া হয়েছিল। নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্রটি রয়টার্সকে জানিয়েছেন, চলতি মাসের শুরুতে একটি সরকারি কমিটি বেড়ার জন্য অর্থের অনুমোদন দিয়েছে। এটি এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় অনুমোদিত হওয়া প্রয়োজন।