মিয়ানমারের সঙ্গে সামরিক সম্পর্ক স্থগিত অস্ট্রেলিয়ার

8

সামরিক অভ্যুত্থান ও বিক্ষোভকারীদের ওপর সহিংস আচরণের কারণে মিয়ানমারের সঙ্গে সব ধরনের সামরিক সম্পর্ক স্থগিত করেছে অস্ট্রেলিয়া। সহিংসতা ও মৃত্যু বৃদ্ধিতে উদ্বেগ তৈরি হওয়ায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী ম্যারিস পেইন। তিনি বলেন, ‘আমরা মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর কাছে অনুরোধ করছি যেন তারা সংযম চর্চা করেন এবং বেসামরিক লোকজনের ওপর সহিংসতা চালানো থেকে বিরত থাকেন।’ অস্ট্রেলিয়া রোহিঙ্গা ও জাতিগত সংখ্যালঘুদের জরুরি মানবিক সাহায্য প্রদান আবার শুরু করবে জানিয়ে পেইন বলেন, আমরা উন্নয়ন প্রকল্প ও উন্নয়ন সহযোগিতার দিকে নজর দিচ্ছি এবং মিয়ানমারের দরিদ্র জনগোষ্ঠীকে সাহায্য দেয়ার বিষয়ে পুরোপুরি জোর দিচ্ছি।