মিরাজুলের হ্যাটট্রিকে ফাইনালের কাছাকাছি বাংলাদেশ

3

ক্রীড়া প্রতিবেদক

সাফ অনুর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে স্বপ্নযাত্রা অব্যহত রাখল বাংলাদেশ। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত ও শ্রীলঙ্কাকে হারানোর পর এবার মালদ্বীপকে উড়িয়ে দিল লাল-সবুজের দল। প্রথম ম্যাচের মতো এ ম্যাচেরও নায়ক মিরাজুল ইসলাম। তরুণ ফরোয়ার্ডের হ্যাটট্রিকের দিনে ফাইনালের পথে এক পা দিয়ে রাখল বাংলাদেশ।
গতকাল শুক্রবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে মালদ্বীপকে ৪-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। তিন ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে এখন বাংলাদেশ। নেপালের বিপক্ষে শেষ ম্যাচে ড্র করলেই ফাইনালের টিকেট মিলবে লাল-সবুজদের। তবে হারলেও বাদ পড়বেন না নোভা-মিরাজুলরা। তবে সেক্ষেত্রে তাকিয়ে থাকতে হবে ভারতের পয়েন্টের দিকে।
১৮তম মিনিটে মিরাজুলের দূরপাল্লার শট গোলপোস্টের উপর দিয়ে চলে যায়। পরের মিনিটে মিরাজুল ইসলামের গোলে লিড পেয়ে যায় বাংলাদেশ। নোভার বাড়ানো বল গোলকিপারের হাতে লেগে ফেরত এলে লক্ষ্যভেদ করতে ভুল করেননি মিরাজ।
সময় যত গড়াতে থাকে ‘পজিশনাল গেইমপ্ল্যানে’ মালদ্বীপের রক্ষণকে চুরমার করতে শুরু করেন বাংলাদেশের ফরোয়ার্ডরা। ২২তম মিনিটে মুর্শেদ আলীর বাড়ানো বলে লিড দ্বিগুণ করেন মিরাজুল।
৩২ তম মিনিটে ব্যবধান বাড়ান রফিকুল ইসলাম। এ গোলেও অবদান রেখেছেন মিরাজুল। ৪২ তম মিনিটে মিরাজুলের জোরালো শট ফিরিয়ে দেন প্রতিপক্ষ গোলরক্ষক। ফিরে আসা বলে শট নিয়ে লক্ষ্যভেদ করেন এ ফরোয়ার্ড। ৪-০ গোলে শেষ হয় প্রথমার্ধ।
মালদ্বীপ দ্বিতীয়ার্ধের শুরুতে আক্রমণাত্মক খেলতে শুরু করে। তার সুফলও পেয়েছে দ্বীপ দেশটি। ৫৪ তম মিনিটে জেন জাফরের গোলে প্রথম গোল পায় নীল জার্সিধারীরা।
ম্যাচের বাকি সময়ে বেশকিছু সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। ৪-১ গোলের জয়ে মাঠ ছাড়ে পল স্মলির শিষ্যরা।