মিরসরাইয়ে আবুরহাট উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

180

মিরসরাইয়ের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আবুরহাট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ১৪ মার্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠান বিদ্যালয়ের সহকারী শিক্ষক মেহেদী হাসান নয়নের সঞ্চালনায় এবং বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি নুরুল মোস্তফা মানিকের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক নুরুল আবছার, উপজেলা আওয়ামী লীগের সদস্য এস.এম আবু সুফিয়ান, ইছাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম ভূঁইয়া, সাধারণ সম্পাদক মেজবাউল আলম, ইছাখালী ইউনিয়ন যুবলীগের আহবায়ক আনোয়ারুল ইসলাম মোর্শেদ, ইছাখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আজম খান, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য ডাক্তার নুর উদ্দিন, কামরুল আলম হুমায়ুন, জাহাঙ্গীর আলম, রেজাউল করিম প্রমুখ। সকালে সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন আবুরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ খাঁন। সাংস্কৃতিক প্রতিযোগিতার ১৪ টি ইভেন্টে ৬ষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। শ্রেষ্ঠ প্রতিযোগি নির্বাচিত হয় নবম শ্রেণির শিক্ষার্থী রাসেদা আক্তার টুম্পা। দলীয় নৃত্যে সেরা নির্বাচিত হয় ৮ম শ্রেণির ছাত্রীরা। অনুষ্ঠানে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত মেধাবী শিক্ষার্থীদের উৎসাহী পুরষ্কার প্রদান করা হয়।