মাহমুদা বেগম চন্দনাইশের নতুন ইউএনও

36

চন্দনাইশ প্রতিনিধি

চন্দনাইশ উপজেলা নিবার্হী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে মাহমুদা বেগমকে। ৭ ফেব্রুয়ারি চন্দনাইশ উপজেলায় পদায়নের প্রজ্ঞাপন জারি করা হয়।
গত মঙ্গলবার চট্টগ্রাম অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ড. প্রকাশ কান্তি চৌধুরী
স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। পদায়নের জন্য তিনি চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত ছিলেন। উল্লেখ্য যে, তিনি এর আগে নেত্রকোনা’র উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।