মারিউপোল বৃহস্পতিবার দখল হবে: পুতিনের শীর্ষ মিত্র

25

পূর্বদেশ অনলাইন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক শীর্ষ মিত্র বলেছেন, ইউক্রেনের অবরুদ্ধ শহরের শেষ শক্ত অবস্থান বৃহস্পতিবারই দখল করে নেবে রুশ বাহিনী। ইউক্রেন সেখান থেকে সেনা ও বেসামরিকদের সরিয়ে নেওয়ার প্রস্তাব দেওয়ার পর মস্কোর তরফ থেকে এই হুঁশিয়ারি দেওয়া হয়। ইউক্রেনে আগ্রাসন শুরুর আট সপ্তাহের মাথায় মারিউপোলই হবে রাশিয়ার দখল করা সবচেয়ে বড় শহর। অনেক সামরিক বিশ্লেষকের মতে এই আগ্রাসন ধারণার চেয়ে বেশি সময় ধরে চলছে। রুশ আগ্রাসনে ইউক্রেন ছেড়ে পালিয়ে গেছে ৫০ লাখের বেশি মানুষ। রাশিয়ার চেচনিয়া প্রজাতন্ত্রের প্রধান রমজান কাদিরভ বলেন, ‘দুপুরের খাবারের আগে কিংবা তার পরে আজভস্টল রাশিয়ান ফেডারেশনের বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসবে।’ ইউক্রেনে রাশিয়ার হয়ে যুদ্ধ করছে কাদিরভের বাহিনী। আর আজভস্টল স্টিল কারখানায় এখনও নিয়ন্ত্রণ ধরে রয়েছে ইউক্রেনীয় বাহিনী। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কাদিরভের মন্তব্যের কোনও প্রতিক্রিয়া দেখায়নি। বুধবার বেশ কিছু বেসামরিক ছোট বাসের বহরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দরনগরী মারিউপোল থেকে বেরিয়ে যেতে সক্ষম হন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ইউক্রেনের মেরিন কমান্ডার সেরহাই ভোলিনা বুধবার জানান স্টিল কারখানায় অবস্থানরত যোদ্ধারা হয়তো খুব বেশিক্ষণ টিকে থাকতে পারবেন না। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ওই কারখানায় প্রায় এক হাজার বেসামরিক আশ্রয় নিয়েছে। ইউক্রেনের আলোচক মিখাইলো পোদোলিয়াক এক টুইট বার্তায় জানিয়েছেন, মারিউপোলের সেনা ও বেসামরিকদের রক্ষায় কোনও শর্ত ছাড়াই ‘বিশেষ দফার আলোচনার জন্য প্রস্তুত’ কিয়েভ। আটকে পড়া সেনা ও বেসামরিকদের সরে যাওয়ার বিনিময়ে রুশ বন্দিদের মুক্তির প্রস্তাব দিয়েছে ইউক্রেন। তবে রাশিয়া এই প্রস্তাবে সাড়া দিয়েছে কিনা তা জানা যায়নি। সূত্র: রয়টার্স