মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

5

 

ছাত্রকে বলাৎকারের অভিযোগে শুলকবহর জামেয়া মাদানিয়া কাশিফুল উলুম মাদ্রাসার শিক্ষক মুফতি মো. ইসহাককে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। গত রবিবার মাদ্রাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার বিষয়টি নিশ্চিত করেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন মজুমদার। মো. ইসহাক কক্সবাজারের উখিয়া থানার হলুদিয়া পালং ইউনিয়নের ৫ নং ওয়ার্ড হাজীপাড়ার আব্দুল মাজেদের ছেলে। জানা গেছে, নোয়াখালীর সোনাইমুড়ি এলাকার এক ব্যক্তি নাতিকে আলেম বানানোর উদ্দেশ্যে পাঁচলাইশ মডেল থানার শুলকবহর জামেয়া মাদানিয়া কাশিফুল উলুম মাদ্রাসায় প্রথম শ্রেণিতে ভর্তি করান। কিন্তু মাদ্রাসার শিক্ষক মুফতি ইসহাক তাকে বিভিন্ন সময় বলাৎকার করে আসছিল। এভাবে গত ২৯ অক্টোবর দুপুর ৩টার দিকে তাকে মসজিদের তৃতীয় তলায় নিয়ে আবারো বলাৎকার করেন।
পরে বিষয়টি শিক্ষার্থী তার পরিবারকে জানালে তারা পাঁচলাইশ থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে মাদ্রাসায় অভিযান চালিয়ে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) নাজিম উদ্দিন মজুমদার পূর্বদেশকে বলেন, পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে মাদ্রাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে ধর্ষণ মামলা করা হয়েছে। তাকে আদালতে পাঠালে, আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।-নিজস্ব প্রতিবেদক